অনন্তর বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও সৃষ্টি বিকৃতির অভিযোগ

‘দিন : দ্য ডে’ এর ইরানি পরিচালক মোর্তেজা আতাশজমজম ছবিটির অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে একটি চুক্তি ভঙ্গের অভিযোগ দায়ের করতে যাচ্ছেন। তিনি তার নিজের ইসন্টা হ্যান্ডেলে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানান।

তিনি তার পোস্টে লেখেন, অনন্ত জলিল আমার সৃষ্টিকে বিকৃত করে চুক্তি ভঙ্গ করেছেন। সিনেমার নাম ‘ডে’ হওয়ার কথা থাকলেও তিনি তা ব্যবহার করেননি। আমি প্রধান প্রযোজক ছিলাম, কিন্তু তিনি তার নিজস্ব বিষয়বস্তু, ফর্ম এবং আকার দ্বারা নিজস্ব উপায়ে প্রযোজনা চালান।

তিনি আরো লেখেন, আমি অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করব এবং তার বিরুদ্ধে তেহরানের আদালতে অভিযোগ নথিভুক্ত করব। বাংলাদেশের আদালতেও একজন আন্তর্জাতিক আইনজীবী এই বিষয়টি দেখবেন।

মোর্তেজা আতশজমজম আরো লেখেন, তিনি মূল চুক্তি ও ছবির মূল বাজেট জনসমক্ষে প্রকাশ করবেন।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × four =