অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শুরুতে ব্যাটাররা এনে দিলেন ভালো সংগ্রহ। জান্নাতুল মাওয়া এগিয়ে নেন দলকে। এরপর বাংলাদেশের বোলারদের তোপের মুখে টিকতেই পারেনি মালয়েশিয়ান ব্যাটাররা।

মঙ্গলবার অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের ১২০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ। পরে ওই রান তাড়ায় নেমে ২৯ রানে অলআউট হয় মালয়েশিয়ান মেয়েরা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রেখেছে বাংলাদেশ।

শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশের মেয়েরা। ২১ বলে ২৬ রান করে আউট হন ওপেনার ফাহমিদা ছোঁয়া। ১৬ বলে ১৯ রান আসে আরেক ওপেনার মোসাম্মৎ ইভার ব্যাটে।

পরের ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা দারুণ করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। ৪৫ বলে ৪৫ রান করে মাওয়া ও ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া।

রান তাড়ায় নামা মালয়েশিয়ার একজন ব্যাটারও ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। ১১ বলে সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া বিনতে হারুন। বাংলাদেশের হয়ে ৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে ৫ রান দিয়ে তিন উইকেট নেন হাবিবা ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 17 =