অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন বুলবুল

পারলো না আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ ক্রিকেটের ক্রান্তিলগ্নে পরিকল্পনা মতো অবদান রাখতে। ২০২৪ রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের পর স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশে ক্রিকেটে অবদান রাখার অভিপ্রায়ে আইসিসির লোভনীয় চাকরি এবং অস্ট্রেলিয়ায় স্বস্তির জীবন ছেড়ে বাংলাদেশে ফিরে আপাতত ব্যর্থ হলো বুলবুল। বিসিবির সভাপতি থাকা অবস্থায় বাংলাদেশ পরিস্থিতির শিকার হয়ে আইসিসি টি২০ বিশ্বকাপ বর্জন করলো বাংলাদেশ।

অতি উৎসাহী মানুষের মোহ কেটে গেলে কিছুদিন পর এই ব্যার্থতার জন্য বুলবুলকেই খলনায়ক বানানো হবে। অনেকেই বলছে দেশের সম্মানের চেয়ে নাকি ক্রিকেট বিশ্বকাপ বড় না। ক্রিকেট দূতিয়ালিতে ব্যর্থ হয়ে  বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিয়ে কি বাংলাদেশের সম্মান বৃদ্ধি পেয়েছে? নাকি বিশ্বক্রিকেট অঙ্গনে এতিম হয়ে পড়লো বাংলাদেশ? বঞ্চিত হলো বাংলাদেশ ক্রিকেট সমাজ। অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলো বুলবুল।

আমিনুল ইসলাম বুলবুল একজন সৎ, দক্ষ, নিবেদিত ক্রিকেট ব্যক্তিত্ব। বিশ্ব ক্রিকেট অঙ্গনে প্রিয় ব্যক্তিত্ব আমার অত্যন্ত স্নেহভাজন অনুজপ্রতিম। মেলবোর্নে থাকা অবস্থায় নিয়মিত যোগাযোগ ছিল। ক্রিকেট মৌসুমে শনিবার রবিবার বুলবুল পরিবারের সঙ্গে মিলে মেলবোর্নের বিভিন্ন মাঠে শেফিল্ড শিল্ডের খেলা দেখতাম। বুলবুলের দুই ছেলে অত্যন্ত উঁচু মানের খেলোয়াড় ছিল।

এশিয়ান ক্রিকেট কনফারেন্স, আইসিসিতে কর্মরত বুলবুলের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটসহ বিশ্ব ক্রিকেটের নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা হতো। আমি সব সময় বুলবুলের মাঝে বাংলাদেশের ক্রিকেটের তৃণমূলে কাজ করার তাড়না দেখতাম। কিন্তু একধরনেরে কায়েমী স্বার্থবাদী দুষ্টচক্র বাংলাদেশ ক্রিকেটে সম্পৃক্ত থাকায় বুলবুল বাংলাদেশে সুস্থিরভাবে কিছু করতে পারবে না জানাই ছিল।

তাই বুলবুল যখন বাংলাদেশের যাওয়ার সিদ্ধান্ত নিলো বলেছিলাম বিসিবি থেকে কায়েমী স্বার্থবাদীদের ঝেঁটিয়ে বিদায় করে নিবেদিত ক্রিকেটপ্রেমীরা অধিষ্টিত না হলে শাপদ পরিবেষ্টিত বিসিবিতে কিছু করতে পারবে না।

মুস্তাফিজুর রহমানের আইপিএল বিভ্রাট থেকে সৃষ্ট জটিলতা নিরসনে বুলবুল এবং বিসিবিকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি দুষ্ট চক্র। চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করার চেষ্টায় বিসিবি শক্তিধর আইসিসির সঙ্গে ক্রিকেট দূতিয়ালিতে ব্যর্থ হয়েছে। পরিণতি বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে পড়া।

মানি ঘোরতর অন্যায় হয়েছে বাংলাদেশের প্রতি।কিন্তু শেষ হিসাবে ক্ষতিটা হয়েছে বাংলাদেশের। পাকিস্তান ছাড়া কোন দেশ সহানুভূতি দেখায়নি বাংলাদেশের প্রতি। এই পরাজয়ে বাংলাদেশ ক্রিকেটকে সাময়িক এবং মধ্যমেয়াদে আর্থিক, বৈষয়িক সঙ্কটে পড়তে হবে। যেদেশে নায়কদের চেয়ে খলনায়করা নন্দিত হয় সেখানে অসহায় আমিনুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × three =