অন্য লুকে মিথিলা

এপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের বন্ধনে জড়ানোর পর এখন ওপার বাঙলাতেও দারুণভাবে ছড়িয়ে পড়ছে মিথিলার নাম-ডাক।

এরইমধ্যে ওপার বাঙলার বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সৃজিতপত্নি। সেই সঙ্গে অংশ নিচ্ছেন বিভিন্ন ফটোশুটেও।

এদিকে, ক’দিন পরই আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পুজা। আর পুজো মানেই নিজেকে নতুনভাবে সাজানো। সাজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার এর চেয়ে ভাল সময় আর কী হতে পারে? যারা সোজগোজ পছন্দ করেন, সেই তালিকায় রয়েছেন মিথিলাও। তবে এবার বাঙালি শাড়ির বদলে অন্য ‘লুক’-এ ধরা দিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন মিথিলা। যেখানে চেনা মিথিলাকে পাওয়া গেছে একদম অচেনা লুকে। কখনও গাউন আবার কখনও শর্টস পরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।

বার্ত২৪.কম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + 11 =