অপ্রতিরোদ্ধ অগ্রযাত্রায় বাংলাদেশ ক্রিকেট

সালেক সুফী

সাফল্যের চূড়া জয়ের যাত্রাপথে অনায়াসে বাংলাদেশ আরো একটি দ্বিপাক্ষিক টি২০ সিরিজ জয় করেছে। বাটিংয়ে কাল বোশেখী তান্ডব, দুরন্ত বোলিং আর ফিল্ডিংয়ে ক্ষুরধার বদলে যাওয়া নতুন বাংলাদেশের মোকাবিলায় অসহায় স্কুলশিশুর মতো আত্মসমর্পণ করেছে সফরকারী আইরিশ দল। অথচ এই দলটি কিছু দিন আগে টি২০ বিশ্বকাপে দাপুটে জয় পেয়েছিলো চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের বিরুদ্ধে। অনেক মাইলফলক অর্জনসমৃদ্ধ ব্যাটিং করে বৃষ্টিবিঘ্নিত ১৭ ওভারের ম্যাচে আজ বুধবার সফরকারী দলের আওতার বাইরে বাংলাদেশ ২০২/৩ রানের পাহাড় শৃঙ্গে পৌঁছে। বিশ্বসেরা চৌকষ খেলোয়াড় সাকিব (৫/২২) আর দুরন্ত তাসকিনের (৩/২৭) বোলিং তোপে ৯ ইউকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি। ৭৭ রানের বিশাল জয়ে বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই জয় করে নেয় আরো একটি সিরিজ। শুক্রবার ৩১ মার্চ বৃষ্টিবাধা না পেলে বাংলাদেশ হয়তো অনায়েসে অর্জন করবে আরো একটি সিরিজ ধবল ধোলাই।

কাল ছিল বাংলাদেশের মাইল ফলক অর্জনের দিন। টস হেরে ব্যাটিং করতে নেমে লিটন দাস আর রনি তালুকদারের ব্যাট মনে হলো ভীম ভাসমান মাইন। ৯.২ ওভারে ১২৪ রানের নতুন মাইলফলক অর্জনকারী প্রথম উইকেট পার্টনারশিপে ওরা চার ছয়ের ফল্গুধারা বইয়ে দেয়। রনি ২৩ বলে ৪৪ রানের ইনিংস ছিল ৩ চার আর ৩টি ছয়ে খচিত। ৪১ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পথে লিটন ১০টি চার আর ৩ ছয় মেরে আইরিশ বোলারদের পাড়ার তরুণ বানিয়েছিলো। লিটন রনির এমন দাপুটে ব্যাটিং করার পরে বিশ্বসেরা চৌকষ খেলোয়াড় সাকিব আল হাসান ২৪ বলে অজেয় ৩৮ রান আর টগবগে তরুণ তৌহিদ হৃদয় ১৩ বলে ২৪ রান করে রানের হিমালয় চূড়ায় পৌঁছে বাংলাদেশ।

এমন দাপুটে ব্যাটিংয়ের মোকাবিলায় ছন্নছাড়া হয়ে পড়ে আইরিশ বোলিং ফিল্ডিং। লিটন এখন বাংলাদেশের দ্রুততম অর্ধ শত রানের মালিক। লিটন-রনি জুটির ১২৪ রান বাংলাদেশের সর্বোচ্চ টি২০ পার্টনারশিপ। দ্রুততম ১০০ রান। মাত্র ৫টি টি২০ ইনিংস খেলেই ওরা দুইজন মিলে ৫০০ রান অর্জন করেছে। ওদের সক্রিয়তা পাল্টে দিয়েছে টি২০ ফরম্যাটে বাংলাদেশকে।

জবাব দিতে এসে তাসকিন (৩/২৭) আর কালকের ম্যাচে অপ্রতিরোদ্ধ সাকিবের (৫/৩২) বোলিং তোপে তাসের ঘরের মতো ঝরে পড়ে আইরিশ প্রতিরোধ। তাসকিন প্রথম ওভারের প্রথম বলে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে ফিরিয়ে ধ্বংসযজ্ঞ সূচনা করে। উইকেটে টার্ন দেখে বিচক্ষণ সাকিব এরপর চালায় ধ্বংসযজ্ঞ। এমনি উইকেট পরিবেশে সাকিব কেন বিশ্বসেরা তার প্রদর্শনী হয় কাল। ওর পরিমিত টার্ন, আর্ম বল মোকাবিলার দক্ষতা ছিল না আইরিশদের। ৫/২০ নেওয়ার মাঝে সাকিব ১১৪ ম্যাচে ১৩৬ উইকেটের নতুন মাইলফলক স্থাপন করে। ক্রিকেট বিশ্বে সাকিব এখন একমাত্র খেলোয়াড় যে টেস্ট, ওডিআই এবং টি২০ সব ফরম্যাটে ২০০০ এর বেশি রান এবং ১০০ এর অধিক উইকেট অর্জন করেছে। আকাশ যেন ওর সীমানা। এহেন দিনে আয়ারল্যান্ড ৭৭ রানে পরাজিত হয়ে ধবল ধোলাই লজ্জার মুখে পড়ার অপেক্ষায়।

বাংলাদেশে ক্রিকেটের এহেন পরিবর্তন ক্রিকেট অনুরাগীদের আকাশ ছোয়ার স্বপ্নে বিভোর করছে। ভাবতে পারেন মাস ছয়েক আগেও বাংলাদেশ সব ফরম্যাটে পতনশীল ছিলো। এই দলকে নিয়ে এখন বড় কিছু অর্জনের স্বপ্ন দেখা যেতেই পারে।

সালেক সুফী, আন্তর্জাতিক ক্রীড়া বিশ্লেষক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 5 =