অবশেষে ২ জুন মুক্তি পাচ্ছে ‘সুলতানপুর’

‘সেন্সর জটিলতা’ কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে চোরাচালান আর সীমান্ত এলাকার মানুষের জীবনচক্র নিয়ে নির্মিত সিনেমা ‘সুলতানপুর’। আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা সৈকত নাসির। তিনি বলেন, সবকিছু ঠিক হয়ে গেছে। আগামী জুন মাসের ২ তারিখে প্রেক্ষাগৃহে ‘সুলতানপুর’ সিনেমাটি দর্শক দেখতে পারবে।

নাম পরিবর্তন করে সেন্সর পাওয়ার বিষয়ে পরিচালক বলেন, সেন্সরবোর্ড সদস্যরা কিছু জায়গায় প্রশ্ন তুলেছিলেন, আমরা সেগুলো সংশোধন করে আবারও ছবিটি জমা দিলে তারা ছবিটি দেখে বলেন, সব ঠিক আছে। সেন্সর বোর্ডের প্রতি সম্মান জানিয়ে আমরা ছবির নামও পরিবর্তন করেছি। এখন আর ছবিটি মুক্তি দিতে কোনো বাধা নেই।

সৈকত নাসির ও আসাদ জামান যৌথভাবে সিনেমাটির কাহিনি লিখেছেন। চিত্রনাট্য করেছেন আসাদ জামান; সিনেমাটি প্রযোজনা করেছে ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট।

সিনেমার গল্প বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং সীমান্তের বিভিন্ন অবৈধ ব্যবসা নিয়ে। এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, রাশেদ মামুন অপু, সাঞ্জু জন, রুমান রুনি, সুমন ফারুকসহ অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 3 =