অভিনেতা উজ্জ্বলের স্ত্রী আর নেই

ঢাকাই চলচ্চিত্রের ‘মেগাস্টার’ উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি আর নেই। বুধবার দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা উজ্জ্বল।

তিনি জানান, দুই সপ্তাহ আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরিনা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি মারা যান।

উজ্জ্বল বলেন, ‘দীর্ঘদিন ধরে মেরিনা আশরাফ কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। সে কারণে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।’মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৫২ বছর।বৃহস্পতিবার বাদ আছর গুলশান জামে মসজিদে উজ্জ্বলের স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানান উজ্জ্বল।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + seventeen =