অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন

অভিনেতা কায়েস চৌধুরী আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কায়েস চৌধুরীর মৃত্যুর খবরটি জানিয়েছেন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।

তিনি বলেন, “ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য, নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই। আমরা মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

জানা যায়, কিডনি জটিলতায় ভুগছিলেন কায়েস চৌধুরী। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান তিনি। এরপর বাসায় ফেরেন। বাসায় ফিরেই মারা যান তিনি।

কায়েস চৌধুরী কয়েক শতাধিক নাটকে অভিনয় করেছেন। নির্মাণও করেছেন বহু নাটক। তার বিখ্যাত নির্মাণ বিটিভির জন্য ধারাবাহিক ‘না’। অভিনয় করেছেন ‘কৃষ্ণপক্ষ’, ‘পদ্মাপুরাণ’সহ বেশ কিছু চলচ্চিত্রে।

বার্ত২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 8 =