অভিনেতা তমাল মাহবুবের জন্মদিন আজ

১৯৭৮ সালের ০৩ সেপ্টেম্বর কুমিল্লার বড়ুরা থানার পয়েলগাছা গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন এ সময়ের অভিনেতা তমাল মাহবুব। ঢাকার আজিমপুরের পৈত্রিক বাড়িতে বেড়ে ওঠা তমাল মাহবুব বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর উচ্চ শিক্ষা গ্রহনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর অধ্যায়ন শেষ করেন।

লেখাপড়ার পাঠ চুকিয়ে তিনি ঢাকার একটি ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ঢাকায় আজিজ মার্কেটে তার বন্ধুদের সঙ্গে নিয়মিত আড্ডায় তিনি নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে যান।

বর্তমান সময়ের ‍আলোচিত অভিনেতা তমাল মাহবুব। চরিত্রের ভিতরে ‍এমনভাবে প্রবেশ করেন যে, পাঠক ভুলেই যায় যে ‍এটা তার অভিনয়। অভিনয়কে ধারণ করতে হয়তো ‍এমনই হওয়া ‍উচিৎ। মিডিয়াতে শুরুটা হয় ২০০৭ সালে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর ধারাবাহিক ৪২০ নাটক দিয়ে। তখন থেকেই একটু একটু করে এগিয়ে চলেছেন এই অভিনেতা। তিনি অভিনয়কে ভালবাসেন, অভিনয়কে ঘিরেই তার সকল ধ্যান জ্ঞান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =