অভিনেতা হাসনাত রিপনের জন্মদিন আজ

অভিনেতা হাসনাত রিপনের জন্মদিন আজ। নারায়ণগঞ্জে জন্ম তার। ২০০৩ সালে পদাতিক নাট্য সংসদের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। ২০০৭ সালে যোগ দেন প্রাচ্যনাট্যে। হিমেল আশরাফের ‘উইনডো’ ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ তার অভিনীত প্রথম সিনেমা। তার পঞ্চম সিনেমা ‘স্ফুলিঙ্গ’-এ। তৌকীর আহমেদ পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটির শিল্প নির্দেশক হিসেবেও কাজ করছেন তিনি। প্রায় ৪০টিরও বেশি একক নাটকে অভিনয় করেছেন হাসনাত রিপন। তবে এখন বড় পর্দায় বেশি মনোযোগ দিতে চান তিনি। রিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন ‘সর্বনাম’ নামের একটি ব্যান্ড দলের সঙ্গেও।

হাসনাত রিপন অভিনীত অন্যান্য সিনেমাগুলো আসাদ জামান পরিচালিত ‘জলঘড়ি’, নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ও নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’।  এম আই জুয়েল পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনোসেন সিন’ও অভিনয় করেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 + 18 =