অভিনেত্রী নন্দনা সেনের জন্মদিন আজ

নন্দনা সেন ১৯৬৭  সালে ১৯ আগস্ট ভারতের কলকাতায় পশ্চিমবঙ্গ জন্মগ্রহণ করেন। তিনি একজন লেখক, শিশু অধিকার কর্মী এবং সাবেক চলচ্চিত্র অভিনেত্রী।

নন্দনা কলকাতা পশ্চিমবঙ্গের একটি বাঙ্গালী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নোবেল বিজয়ী ও ভারত রত্ন অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও পদ্মশ্রী বিজয়ী সমকালীন ভারতীয় বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখিকা নবনীতা দেব সেনের কন্যা। তিনি সত্যজিত রায় দ্বারা নির্বাচিত পত্রিকা সন্দেশে একটি শিশু লেখিকা হিসেবে নন্দিতা সেন এর প্রথম খণ্ড প্রকাশিত হয়। তিনি ইউরোপ, ভারত এবং আমেরিকা জুড়ে বিভিন্ন শহরে তার ক্রমবর্ধমান বছরগুলো অতিবাহিত করছেন।

নন্দিতা সেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়াশোনা করেছিলেন, যেখানে তাকে তার শ্রেণীতে প্রথম বছরের জন্য “দেতার পুরস্কার” প্রদান করা হয়।

থিয়েটার এবং আন্তর্জাতিকভাবে ছবিতে অভিনয় করার পাশাপাশি নন্দিতা শিশু সুরক্ষা প্রতিনিধি হয়ে কাজ করছেন।নন্দিতা গ্লোবাল চিলড্রেন এনজি অপারেশনের হাসির রাষ্ট্রদূত হিসেবে আছেন।

নন্দিতা সেনের সাথে প্রযোজক মধু মনতেনার নয় বছরের সম্পর্ক ছিল। জুন ২০১৩ সালের হিসাবে, তিনি পেঙ্গুইন পাবলিশিং সিইও জন ম্যাকিনসন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 3 =