অভিনেত্রী ফারজানা চুমকির জন্মদিন আজ

মিডিয়ার প্রিয়মুখ ফারজানা চুমকির জন্মদিন  আজ ২৭ নভেম্বর। বিটিভিতে উপস্থাপনার মাধ্যমে যাত্রা শুরু মিডিয়াজগতে। তবে তিনি আলোচনায় আসেন ১৯৯৯ সালে লাক্স-আনন্দধারা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে। এরপর ব্যস্ত হয়ে যান ছোটপর্দায় নাটক ও বিজ্ঞাপনচিত্রে। প্রথম নাটক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘জীবন যেখানে যেমন’।

‘ঢাকা থিয়েটার’র হয়ে মঞ্চ মাতিয়েছেন চুমকি। ‘যৈবতী কইন্যার মন’, ‘হাত হদাই’, ‘বন পাংশুল’, ‘প্রাচ্য’সহ সর্বশেষ শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এ অভিনয় করেছেন তিনি। মঞ্চ-ছোটপর্দা মাতিয়েও চুমকির বড়পর্দায় অভিষেকে সময় লেগেছে প্রায় দুই দশক। প্রথম সিনেমা গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পূণ্য’।

মিডিয়াতে কাজ করতে গিয়েই প্রেম হয় ছোটপর্দার তারকা মীর সাব্বিরের সঙ্গে। ২০০৩ সালের ভালোবাসা দিবসে বিয়ে। বর্তমানে এই দম্পতির দুই সন্তান। পারিবারিক পরিমণ্ডলের ব্যস্ততায় অভিনয়ে চুমকির উপস্থিতি কিছুটা কম। তবে সম্প্রতি একাধিক নাটকে দেখা গেছে তাকে। ‘গুলশান এভিনিউ-২’ ও ‘স্মৃতির আল্পনা আঁকি’ নামের দু’টি দীর্ঘ ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + 4 =