অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ

আজ (১০, নভেম্বর) মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন। ১৯৯২ সালের ১০ নভেম্বরে তিনি রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন। লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার মধ্যদিয়ে শোবিজে পা রাখেন মিম। ক্যারিয়ারের শুরুতে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সিনেমায় অভিনয় করার সুযোগ লাভ করেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘ আমার আছে জল’। মডেল কন্যা হিসেবেও পরিচিত এই তারকা।  ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তিনি।

বিদ্যা সিনহা মিম গণমাধ্যমকে বলেছেন, ‘জন্মদিন আসার আগে থেকেই একটা ভালো লাগার অনুভূতি মনের ভেতরে কাজ করে। আমার প্রিয় কিছু মানুষ আছেন, যারা আমার এ দিনটি ঘিরে অনেক ধরনের পরিকল্পনা  করেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই সবার আগে আমার বাবা-মা আর সনি। এ ছাড়াও ভক্তরা তো রয়েছেনই ।’

জন্মদিন উপলক্ষে তাকে ঘিরে যেসব আয়োজন হয়, সবই নাকি ভালো লাগে মিমের। অথচ তিনিই নাকি ছোটবেলায় জন্মদিনের কেকের সামনে দাঁড়িয়ে কাঁদতেন। কারণ চারপাশে অনেক মানুষ দেখলেই ভয় পেয়ে যেতেন।

২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে ঘর বেধেছেন মিম। গেল দুই বছরের মধ্যে রায়হান রাফীর ‘পরাণ’ , ‘দামাল’-এ অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন এই অভিনেত্রী। জানা গেছে, ‘আমি ইয়াসমীন বলছি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 4 =