অভিনেত্রী ভাবনার জন্মদিন আজ

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিন আজ।ভাবনার জন্ম ১৯৯৪ সালের ৩ আগস্ট ঢাকায় জন্মগ্রহন করেন। তার বাবা হাবিবুল ইসলাম হাবিব একজন মঞ্চ অভিনেতা এবং স্ক্রিপ্ট লেখক এবং তার মা রেহানা হাবিব একজন গৃহবধূ। তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস থেকে স্নাতক শেষ করেন।

ভাবনা তার অভিনয়জীবন শুরু করেছিলেন ‘নট আউট’ নাটকে অভিনয় করে।  এবং এটিই ছিল তার প্রথম টিভিনাটক। এরপরে তিনি একের পর এক অভিনয় করে গেছেন অনেক জনপ্রিয় নাটকে। ভাবনা খুব অল্প সময়ের মধ্যেই ছোটো পর্দায় ভিন্নধর্মী অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন । তার উল্লেখযোগ্য নাটক : নট আউট, ঘাস ফড়িং, ফার্স্ট ডেট, রূপকথা, কামিং সুন, রেড ড্রাগন টু রানিগঞ্জ, ভুবন যাবে শ্বশুর বাড়ি – সঙ্গে যাবে কে, ভুবনের বাসর রাত, টার্নিং পয়েন্ট, হিরো ভাইয়ের হিরোইন, দ্য বস, আয়না কাহিনি, অস্কার, প্যাকেজ রঙ্গ, আহা কি সুন্দর, ইত্যাদি। এছাড়া অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন ভাবনা। ছবিতে ভাবনার নায়ক কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। ভাবনা একজন অন্যতম নৃত্যশিল্পীও বটে। নৃত্যে কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি। তারমধ্যে ন্যাশনাল পুরস্কার বেস্ট ডান্স আর্টিস্ট [২০০৩], বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার [২০০৬], সারা ডান্স আর্টিস্ট [২০০৮], ইয়োথ ফেডারেশন পুরস্কার [মালয়েশিয়া] বেস্ট ডান্স আর্টিস্ট [২০১০], এবং হলদিয়া ফেস্টিভাল পুরস্কার [ভারত] উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 5 =