অভিনেত্রী মৌসুমী হামিদের জন্মদিন আজ

মডেল, অভিনেত্রী মৌসুমী হামিদের জন্মদিন আজ। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার্স আপ হওয়া এই তারকা এখন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী।

মৌসুমী হামিদ জন্মগ্রহণ করেন সাতক্ষীরার কালীগঞ্জে। মাধ্যমিক বিদ্যালয় শেষ হবার পর তিনি খুলনা চলে যান ব্যবস্থাপনা শিক্ষায় পড়াশুনার জন্য। সেখানে আজম খান কমার্স কলেজে ভর্তি হন এবং শিক্ষা জীবন শেষ করেন। এর পর ঢাকায় চলে আসেন মিডিয়া জগতে প্রবেশের জন্য।

টেলিভিশন ধারাবাহিক ‘রশ্নি’তে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন মৌসুমী হামিদ। এরপর বেশ কয়েকটি ধারাবাহিকে অংশগ্রহণ করে জনপ্রিয়তা পান। যার মধ্যে ‘রেডিও চকলেট’, ‘ভালোবাসার চতুষ্কনে’ অন্যতম।

শুধু ছোট পর্দায় নয়, বড় পর্দায়ও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন তিনি। মৌসুমী হামিদ ২০১৩ সালে ‘না মানুষ’ চলচ্চিত্রে অংশগ্রহণের মধ্য দিয়ে বড় পর্দায় প্রবেশ করেন। ২০১৪ সালের ‘হাডসনের বন্দুক’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন। শুধু সিনেমা-নাটকেই আটকে থাকেননি হামিদ। মিউজিক ভিডিওতেও চমক দেখিয়েছেন এই তারকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + twenty =