অভিনেত্রী লারা লোটাসের জন্মদিন আজ

অভিনেত্রী লারা লোটাসের জন্মদিন আজ। মজার ব্যাপার হলো একই তারিখে একই দিনে ১১ ফেব্রুয়ারি তার এবং তার ছোট বোনের সামিয়া রাকা মৌ (লারা যাকে আদর করে ডাকে কলিজার টুকরা নামে) এরও জন্মদিন! তাদের দুই বোনের জন্ম তারিখটা ছিল ১১। প্রতিবছরই দুই বোন এক সঙ্গে যৌথভাবে কেক কেটে জন্মদিন পালন করেন। লারা লোটাসের মিডিয়ায় আসার শুরুটা ছিল নাচের মাধ্যমে সেই ছোট্ট বেলায়। ক্লাসিক্যাল নাচ শিখেছেন সোহেল রহমানের কাছে। মডার্ন ড্যান্স শিখেছেন পলাশ মাহমুদের কাছে। ছোট বেলায় নাচ করলেও পরে আর নিয়মিত করা হয়নি তার। কিছু স্টেজ পারফরমেন্স করলেও শেষ পর্যন্ত নিজেকে নাচে ধরে রাখতে পারেননি নাটকের ব্যস্ততার কারণে। একুশে টিভিতে প্রচারিত ছোটদের উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠানমুক্ত খবরে লারা লোটাস এক সময় নিয়মিত খবর পড়েছেন। খুব ছোট থাকতেই শিশু মডেল হিসেবে র‌্যাম্পে হেঁটেছেন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে টুকটাক লেখালেখিও করছেন লারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − eight =