অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিনজন

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন ডেভিড কার্ড, জোশুয়া বি অ্যাংগ্রিস্ট ও গুইডো ডব্লিউ ইমবেনস। অর্থনীতিতে অবদানের জন্য ২০২১ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে দ্য রয়্যাল সুইস একাডেমি অব সায়েন্সেস। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটি জানায়, ‘শ্রম অর্থনীতিতে অভিজ্ঞতাগত অবদানের জন্য’ পুরস্কারের অর্ধেক পাচ্ছেন ডেভিড। অন্যদিকে ‘কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য’ পুরস্কার পাচ্ছেন জোশুয়া ও গুইডো।

আরও বলা হয়, শ্রমবাজার সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করেছেন তারা এবং দেখিয়েছেন যে অভিজ্ঞতামূলক পরীক্ষা থেকে কারণ ও প্রভাব সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাদের দৃষ্টিভঙ্গি অন্যান্য ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে এবং পরীক্ষামূলক গবেষণায় বিপ্লব ঘটিয়েছে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 1 =