অধিনায়ক নিগার সুলতানার হাফ-সেঞ্চুরির পরও আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারলো বাংলাদেশ। গতকাল রাতে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ৫০ বলে ৫৭ রান করেন নিগার। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা নারী দলের কাছে ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
গেবেখায় টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে ১১ রানে ২ ওপেনারকে হারায় তারা। শামিমা সুলতানা ১ ও মুরশিদা খাতুন ৭ রান করে আউট হন।
তৃতীয় উইকেটে সোবহানা মোস্তারির সাথে ২৫ বলে ৩১ রান যোগ করেন শুরুর ধাক্কা সামাল দেন নিগার। তিন নম্বরে নামা মোস্তারি ৭ রানে বিদায় নেন।
৪২ রানে তৃতীয় উইকেট পতনের মিডল-অর্ডারে বড় জুটির চেষ্টা করেন অধিনায়ক নিগার ও স্বর্ণা আকতার। চতুর্থ উইকেটে স্বর্ণাকে নিয়ে ৫৩ বলে ৪৪ তুলেন জ্যোতি। স্বর্ণা ১২ রানে থামলেও, নারী টি-টোয়েন্টি বিশ^কাপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করেন নিগার।
১৯তম ওভারে দলীয় ৯৯ রানে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন নিগার। ৫০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করেন তিনি। নিগারের হাফ-সেঞ্চুরির পরও বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ।
১০৮ রানের টার্গেট স্পর্শ করতে তৃতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মুনিকে ২ রানে বিদায় করেন পেসার মারুফা আকতার। দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৯ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার জয়ে পথ সহজ করেন আরেক ওপেনার আলিসা হিলি ও অধিনায়ক মেগ ল্যানিং। হিলিকে ৩৭ রানে থামিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন স্বর্ণা। তৃতীয় উইকেটে অ্যাশলি গার্ডনারকে নিয়ে ১০ বল বাকী থাকতে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন ল্যানিং।
ল্যানিং ৪টি চারে ৪৯ বলে অপরাজিত ৪৮ রান করেন। গার্ডনার ১৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মারুফা-স্বর্ণা ১টি করে উইকেট নেন।আগামী ১৭ ফেব্রুয়ারি কেপ টাউনে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাসস