অস্ট্রেলিয়ার পতাকা মুড়িয়ে দেশের পথে ওয়ার্নের মরদেহ

সব আনুষ্ঠানিকতা শেষে অস্ট্রেলিয়ার জাতীয় পতাকায় মুড়িয়ে থাইল্যান্ড থেকে  দেশে পাঠানো হয়েছে  প্রয়াত অস্ট্রেলিয়া কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মরদেহ।

থাই পুলিশ ও বিমানবন্দরের কর্মকর্তারা জানান, অস্ট্রেলিয়ান ক্রিকেট গ্রেট ওয়ার্নের মরদেহ নিজ শহর মেলবোর্নের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে ব্যাংকক বিমানবন্দর ছেড়েছে।

থাই বিমানবন্দর কর্মকর্তারা জানান, অস্ট্রেলিয়ার পতাকায় মোড়ানো একটি কফিন মর্গ থেকে  গাড়িতে করে বিমানবন্দরে পাঠানো হয়। এরপর একটি ব্যক্তিগত বিমানে করে  ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

গত শুক্রবার থাইল্যান্ডে কোহ সামুই দ্বীপের একটি ভিলাতে ছুটিতে কাটাতে গিয়ে আকস্মিক মৃত্যু ঘটে ৫২ বছর বয়সী ওয়ার্নের। অবশেষে মারা যাওয়ার  প্রায় এক সপ্তাহ পর থাইল্যান্ড থেকে নিজ ভূমিতে ফিরছেন প্রাণহীন ওয়ার্ন। আগামী ৩০ মার্চ সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হবে ওয়ার্নের শেষকৃত্য।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 7 =