আঁখি আলমগীর ফোক গান নিয়ে আসছেন

প্রথমবারের মতো ফোক গান নিয়ে ভক্তদের মাঝে হাজির হতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।ফোক স্টেশন সিজন ৪ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৬টি ফোক গান গাইবেন তিনি। জে কে মজলিশের সংগীত পরিচালনায় এবং নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভি ফোক স্টেশন প্রচার হবে শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে।টেলিভিশনে প্রচারের ​পর গানগুলো আরটিভির মিউজিক চ্যানেলে থাকবে।

প্রথমবার ফোক গান গাওয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে আঁখি আলমগীর বলেন, ‘এই অনুষ্ঠানে ফোক গান গাওয়া প্রথম আধুনিক গানের শিল্পী আমি। এর আগে কেউ এখানে ফোক গান গেয়েছেন বলে জানা নেই। এটিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি। এখানে আমার পছন্দের ফোক গানগুলো গাইতে চেষ্টা করেছি। আমি যে শুধু আধুনিক গানের চর্চা করিনি, অন্য গানও গাইতে পারি- অনুষ্ঠান দেখলে মানুষ তা বুঝতে পারবে।’

যোগ করেন, ‘ফোক গান গাওয়া আমার জন্য চ্যালেঞ্জ ছিল। আমার গানের অ্যালবামে দু-একটা ফোক গান ছিল। কিন্তু, সেগুলো এভাবে গাইনি।’আঁখি আলমগীরের গাওয়া গানগুলো হলো- আইছে দামান সাহেব মিয়া, বসন্ত আসিল সখী, হায় বাঙালি, সাগর কূলের নাইয়া, হলুদ বাটো মেন্দি বাটো, বন্ধু কাজল ভ্রমরা রে।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + ten =