আগামীকাল বাংলা নববর্ষ

আগামীকাল ১৪ এপ্রিল সোমবার। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২। বাংলা বছরের প্রথম দিনকে দেশের মানুষ বরণ করবে নানা আয়োজনে নতুন উন্মাদনায়। এজন্য জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

নববর্ষ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারী-বেসরকারী ও সাংস্কৃতিক সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। প্রতিবছরের মতো এবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হবে। তবে এবার আর মঙ্গল শোভাযাত্রা না, আনন্দ শোভাযাত্রা বের করা হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের পহেলা বৈশাখ হবে সর্বজনীন। থাকছে বেশ কিছু নতুন মাত্রা। নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। শোভাযাত্রায় কৃষক একটি বড় থিম হিসেবে থাকবে। এ ছাড়া ফিলিস্তিনের পতাকা হাতে শান্তির বার্তা। পুরো আয়োজন ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা।

এদিন বিকেলে কনসার্ট, ইসরাইলের গণহত্যার প্রতিবাদে গান আর রাতে অনুষ্ঠিত হবে ড্রোন শো। সঙ্গে আরও নানান দেশীয় আয়োজন। এবার নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোনো বিধিনিষেধ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরও অনুষ্ঠান চলমান রাখা যাবে।

বাংলা নববর্ষে চারুকলার শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠীর মানুষ অংশগ্রহণ করে তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরবে। ওইদিন বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ ছাড়া চীনা দূতাবাসের অর্থায়নে বিকেলে ড্রোন শো হবে। যেখানে ২৪-এর জুলাই ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন বিষয়ের ওপর আয়োজন থাকবে।

প্রতিবারের মতো এবারও ছায়ানটের অনুষ্ঠান হচ্ছে। তবে স্থান বদলে সুরের ধারার অনুষ্ঠানটি এবার রবীন্দ্র সরোবরে হবে। সরকারের অন্তর্ভুক্তিমূলক নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সুরের ধারা এবার বাংলা গানের বাইরেও ভিন্ন আয়োজন রাখবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হবে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরবর্তীতে এর নাম বদল করে রাখা হয় মঙ্গল শোভাযাত্রা। এইবার সেই শোভাযাত্রা আগের নামে ফিরলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =