আজ কলম্বোতে বাংলাদেশের সিরিজ রক্ষার লড়াই

সুবিধাজনক অবস্থানে থেকেও ভয়াবহ ব্যাটিং ধসের পরিণতিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরে ০-১ পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজ দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই। সমশক্তির দল শ্রীলংকার বিরুদ্ধে জয়ের সামর্থ আছে বাংলাদেশের। প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশের তাসকিন – তানজিম। শ্রীলংকার অধিনায়ক চরিথা আসালংকা অসাধারণ ব্যাটিং করে শ্রীলংকাকে লড়াকু পুঁজি এনে দেয়। জবাবে বাংলাদেশ তানজিদ তামিম, নাজমুল শান্তর দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় একটি ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয় শান্ত। এর পর নাটকীয় ভাবে মাত্র ৮ রানে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়ে। শেষ দিকে জাকের অনিকের প্রতিরোধ সত্ত্বেও হেরে যায় বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশের টপ এবং মিডল অর্ডার দায়িত্ব নিয়ে খেলতে হবে। বাংলাদেশ যদি প্রথম ব্যাটিং করে ২৭৫ -২৮০ করতে পারে তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে।

প্রথম ম্যাচের আরেকটি সীমাবদ্ধতা ছিল বাংলাদেশের ষষ্ট বোলিং বিকল্প না থাকা। আজ হয়তো রিশাদ ফিরবে। সেই ক্ষেত্রে আমি একজন কম ব্যাটসম্যান রাখার ঝুঁকি নিয়ে ৩ পেসার এবং তিন স্পিনার নিয়ে খেলার পরামর্শ দিব। শুনছি আজ তানজিম সাকিব নাও খেলতে পারে। সেখানে হাসান মাহমুদ দলে আসতে পারে। দারুণভাবে ফর্ম হারানো লিটনকে বিশ্রাম দিয়ে শামীমকে খেলানো যেতে পারে। লেট্ মিডল অর্ডারে জাকের অনিকের সঙ্গে শামীম, রিশাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। টপ অর্ডারে তানজিদ তামিমের সঙ্গে পারভেজ ইমনকে আরো একটি সুযোগ দেয়া যেতে পারে। সেই ক্ষেত্রে শেখ নাঈম ব্যাটসম্যান হিসাবে লিটনের বিকল্প হতে পারে।

বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ নিয়ে সংশয় নেই। সম্যসা প্রয়োগ নিয়ে। চাপের মুখে ভেঙে পড়ার সংকটে। প্রথম ম্যাচ হেরে দেয়ালে পিঠ থেকে গাছে। বাংলাদেশকে আজ লড়াই করে সিরিজে ফিরতেই হবে।

আমার একাদশ:

তানজিদ তামিম, পারভেজ ইমন, শেখ নাঈম, নাজমুল শান্ত, জাকের অনিক, মেহেদী মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 3 =