আজ থেকে নতুন ধারাবাহিক ‘হাউস হাজবেন্ড’

হাস্যরসাত্মক গল্পে নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক ‘হাউস হাজবেন্ড’। বানিয়েছেন ফরিদুল হাসান। গল্পে দেখা যাবে, এক গ্রামের প্রতিটি ঘরে আছে ঘরজামাই।

বিয়ের পর ঘরজামাই থাকতে হবে, এমন শর্ত দিয়ে মেয়ের বিয়ে দেওয়া হয় সেই গ্রামে। বিভিন্ন জেলার জামাই বাস করে সেখানে। তাই এ গ্রামে দ্বন্দ্ব-সংঘাত আর পারিবারিক অশান্তি বেশি।

মাহফুজ খানের গল্পে ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন নাজ নাজমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, তারিক স্বপন, মানসী প্রকৃতি প্রমুখ। আজ থেকে প্রতি রবি ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় দেখা যাবে ধারাবাহিকটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seven − one =