আজ যেসব তারকাদের জন্মদিন

আজ (১২ অক্টোবর) এমনই একটি দিন, যে দিনে বাংলাদেশের বেশ কয়েকজন তারকার জন্মদিন।তাঁরা হলেন মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা কেয়া, নাদিয়া আফরিন মিম, মৌসুমী হামিদ,সোহানা সাবা। জন্মদিনে পাঁচ তারকাই ভক্ত-অনুরাগী ও কাছের মানুষদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তাদের শুভেচ্ছা জানাতে সবাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেছেন।

করোনার কারণে এবার কেউ নিজেদের জন্মদিন নিয়ে তেমন কোন আয়োজন করছেন না। সবাই ঘরোয়াভাবেই তাদের এই বিশেষ দিনউ উদযাপন করবেন বলে জানা যায়।

অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী, স্থপতি মেহের আফরোজ শাওনের জন্ম ১৯৮১ সালের আজকের এই দিনে। শাওন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী।

শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়। পরিচালনাতেও তিনি দেখিয়েছেন মুন্সিয়ানা। নাটক-টেলিছবির পাশাপাশি ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। বর্তমানে দুই পুত্র নিয়ে আনন্দ-বেদনায় কেটে যায় তার দিনগুলো। আর সঙ্গী হিসেবে তো রয়েছেই নানামুখী সংস্কৃতিচর্চা।

চিত্রনায়িকা কেয়া : কয়েক বছর বিরতির পর গত তিন বছর ধরে আবারও নিয়মিত কাজ করছেন চিত্রনায়িকা কেয়া। ফিরতি যাত্রায় করোনাভাইরাস হানা দিয়ে কাজের ব্যাঘাত ঘটিয়েছে এটা ঠিক, কিন্তু দমে যাননি এ অভিনেত্রী। করোনাজনিত লকডাউন ও বিধিনিষেধ শিথিল হলে আবারও পূর্ণোদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তিনি। শুটিং করছেন একাধিক সিনেমায়।

কিছুদিন আগে শেষ করেছেন আলী আজাদের পরিচালনায় ‘বনলতা’ এবং জি স্বাধীনের পরিচালনায় ‘কথা দিলাম’ নামের দুটি সিনেমার কাজ। এ ছাড়া রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘সীমানা’ ও ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি। সব মিলিয়ে বলা যায়, ফিরতি যাত্রায় অভিনয় ক্যারিয়ারের সুসময়ের অপেক্ষায় আছেন তিনি। এদিকে আজ এ নায়িকার জন্মদিন।ঢাকাতেই জন্মগ্রহণ করা চিত্রনায়িকা কেয়া ২০০১ সালে ১৪ বছর বয়সে সিনেমার অভিনয় শুরু করেন। তার প্রথম সিনেমা ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। এটি নির্মাণ করেছিলেন মনতাজুর রহমান আকবর। এরপর নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় কেয়া ‘আয়না কাহিনী’ সিনেমাতেও অভিনয় করে প্রশংসা পান। বর্তমানে অনেকটাই অনিয়মিত তিনি অভিনয়ে।

নাট্যঅভিনেত্রী সোহানা সাবা : ছোটপর্দার অভিনেত্রী সোহানা সাবা। এ পরিচয় নিয়ে যাত্রা করলেও রুপালি পর্দাতেও তিনি কাজ করে প্রশংসিত হয়েছেন। তার আলোচিত ছবির মধ্যে আছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’ ইত্যাদি। তিনি এখনো নিয়মিত কাজ করে যাচ্ছেন। সম্প্রতি আত্মপ্রকাশ ঘটেছে তার প্রযোজক হিসেবে৷ তার প্রযোজনায় একটি ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে। এখানে অভিনয়ও করছেন সাবা৷

অভিনেত্রী মৌসুমী হামিদ : ২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌসুমী হামিদ। টিভি এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই কাজ করছেন তিনি।

নাদিয়া আফরিন মিম : ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে মিডিয়া জগতে পা রেখেছেন নাদিয়া আফরিন মিম। শোবিজে নাদিয়া আফরিন হিসেবেই পরিচিত তিনি।

বর্তমানে বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে যাচ্ছেন নাদিয়া। এরইমধ্যে তাঁর অভিনীত বেশ কিছু নাটক ও বিজ্ঞাপন দর্শকপ্রিয় হয়েছে। টিভি পর্দায় নিয়মিত উপস্থিতি এ মডেল-অভিনেত্রীর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − eight =