আত্মসম্মান নিয়ে ছেড়ে দেওয়া ভালো: মাহি

 

অভিনেত্রী মাহিয়া মাহি সামাজিকমাধ্যমে বিভিন্ন সময় নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে নিজের প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন মাহি।মাহি ওই স্ট্যাটাসে লেখেন, যখন কারো ভিতর থেকে তোমাকে হারানোর ভয় চলে যাবে তখনই, মানে ঠিক তখনই সেই মানুষটার সঙ্গ পরিত্যাগ করা বাঞ্ছনীয়। না হলে পরে অনেক দেরি হয়ে যাবে এবং এই পুরো সময়টাতে তোমাকে যে পরিমাণ অপমান আর কষ্ট সহ্য করতে হবে, সেটা হবে দোজখ তুল্য।

এরপরেই মাহি লেখেন, তাই আত্মাটাকে শুধু শুধু কষ্ট না দিয়ে নিজের আত্মসম্মান নিয়ে স্থান অন্য কারো জন্য ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, পৃথিবীতে কেউ না কেউ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হারানোর ভয় করবে। তাই শান্ত থাকো।

স্ট্যাটাসে উদাহারণ দিয়ে তুলে ধরেন, স্রষ্টাতো বলেছেন, তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে, আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো এবং তোমাকে একা করে রাখবো। তিনি আরও বলেছেন, কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচবো না। তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাবো।

মাহি উদাহরণের সঙ্গে আরও যোগ করেন, সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে, তুমি বলতে থাকো আমি মরে গেছি। অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে।

সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ পালন করে দেশে ফিরেছেন মাহি। ১৭ ডিসেম্বর থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মের কাজ করার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।

বাংলানিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve + two =