আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ আসছে

ওটিটির কল্যাণে দর্শকেরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছে নতুন কনটেন্ট। বিভিন্ন শ্রেণির দর্শকদের কথা মাথায় রেখে ওটিটি প্লাটফর্ম নিয়ে আসছে ভিন্ন ঘরানার কনটেন্ট। দেশ-বিদেশের নতুন রিলিজ পাওয়া কনটেন্ট ও রিলিজের অপেক্ষায় থাকার কনটেন্ট নিয়ে এবারের আয়োজন।

আমি কী তুমি – আই স্ক্রিন

ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে ২৭ জুলাই মুক্তি পেয়েছে ‘আমি কী তুমি’ ওয়েব সিরিজ। যা ছিল আই স্ক্রিনের প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ। ভিকি জাহেদের নির্মিত এই সিরিজের পোস্টার ও ট্রেলার পেয়েছিল দর্শকপ্রিয়তা। রোমান্স, ড্রামা, ট্র্যাজেডি সবকিছুর মিশেলে তৈরি হয়েছে ৮ পর্বের সিরিজটি। এতে ‘তিথি’ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও আছেন শ্যামল মাওলা, জুনায়েদ বোগদাদী, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, আবুদল্লাহ আল সেন্টু প্রমুখ।

অগোচরা – বিঞ্জ

থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা অগোচরা নামের বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘অগোচরা’ সিরিজটি। ১০ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আসছে ছয় পর্বের ওয়েব সিরিজটি। পুরান ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে সিদ্দিক আহমেদ নির্মাণ করেছেন সিরিজটি। ক্রাইম থ্রিলার ধাঁচের সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জাকিয়া বারী মম ও ইমতিয়াজ বর্ষণকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইন্তেখাব দিনার, ফজলুর রহমান বাবুসহ অনেকে। সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে নতুন এক শিল্পীকে। আলী ওয়াহাব সৌহার্দ্যকে দেখা যাবে মুখ্য চরিত্রে।

ভাইরাস – চরকি

‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস নির্মাণ করছেন ওয়েব সিরিজ। ‘ভাইরাস’ নামের ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন অনম বিশ্বাস, শ্যামল মাওলা, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন, টুপুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বেশ কিছু শিক্ষার্থী। ডিজিটাল সময়ের মানুষদের জন্য একটা গল্প বলতে চেয়েছেন নির্মাতা যেটা তাদের একটু হলেও ভাবাবে। বর্তমান সময়ের জীবনযাপন নিয়ে সিরিজের গল্প এগোবে। যেখানে সমকালীন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। আগস্টের প্রথম সপ্তাহে ওটিটি প্লাটফর্ম চরকিতে রিলিজ পাচ্ছে সিরিজটি।

পাতালঘর – চরকি

২৭ জুলাই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নূর ইমরান মিঠুর নির্মিত ‘পাতালঘর’ সিনেমা। নূর ইমরান মিঠুর নির্মাতা হিসেবে অভিষেক হয় ‘কমলা রকেট’ দিয়ে। ‘পাতালঘর’ তার দ্বিতীয় সিনেমা। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। চরকিতে মুক্তির আগে বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। পুরস্কারও জিতেছে। গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এ ছাড়া বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগে প্রতিযোগিতা করে। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘ডন কিহোতে’ পুরস্কার পেয়েছিল। মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

সাড়ে ষোল – হইচই

আফরান নিশো আবার হাজির হচ্ছেন ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই-এ। সিরিজটির লুক প্রকাশ পেয়েছে জুলাই মাসের শেষের দিকে। ‘সাড়ে ষোল’ নামের সিরিজটিতে ‘রেজা’ চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ঘরানার সিরিজটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। এই সিরিজে করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এডিসি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী এবং পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ। ৬ পর্বের এই সিরিজটি পরিচালনা করেছেন ইয়াসির আল হক। ১৭ আগস্ট মুক্তি পাবে সিরিজটি হইচই-তে।

 

ডুগডুগি – হইচই

জয়দীপ মুখোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তীর জুটি ফিরছে ‘ডুগডুগি’ ওয়েব সিরিজের মাধ্যমে। এর আগে তারা ‘দ্য একেন’ সিরিজে কাজ করেছেন একসাথে তারা দুজন। উল্লাস মল্লিকের উপন্যাসের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই সিরিজ। পদ্মনাভ দাশগুপ্ত এই সিরিজের সংলাপ লিখেছেন। পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। ২৮ জুলাই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছে এই সিরিজ। ৬ পর্বের ওয়েব সিরিজটিতে অনির্বাণকে একদম অদেখা লুকে দেখা যায়। তার সঙ্গে যোগ্য বন্ধু হিসেবে ছিলেন বিশ্বনাথ বসু। এছাড়া এখানে অন্যান্য চরিত্রে দেখা যায় রয়তী ভট্টাচার্য, লোকনাথ দে, শ্রেয়া ভট্টাচার্য, প্রমুখকে।

কলেজ রোমান্স – সনি লিভ

কমেডি এবং রোমান্টিক স্টোরির পারফেক্ট কম্বিনেশন ঘটাতে সক্ষম হয়েছে ‘কলেজ রোমান্স’ ওয়েব সিরিজ। একদল যুবক যুবতীর কলেজে গিয়ে লাভ লাইফ এবং বন্ধুত্ব এবং তাদের উত্থান পতন নিয়েই তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। ২০১৮ সালের আগস্ট মাসে প্রথম সিজন রিলিজ পায়। শেষ সিজন রিলিজ পেয়েছে ১৪ জুলাই। ৫ পর্বের ওয়েব সিরিজটি যৌথভাবে নির্মাণ করেছেন সিমারপ্রীত সিং, অপূর্ব সিং কার্কি এবং পারিজাত জোশ। সিরিজটিতে গগন আরোরা, অপূর্ব আরোরা, শ্রেয়া মেহেতা, মাঞ্জোৎ সিংয়ের মতো একাধিক তরুণ তারকারা কাজ করেছেন। ওটিটি প্লাটফর্ম ‘সনি লিভ’-এ কাজটি দেখতে পারছে দর্শকেরা।

নিখোঁজ – হইচই

১১ আগস্ট ‘হইচই’-তে মুক্তি পাচ্ছে টোটা রায়চৌধুরী ও স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ‘নিখোঁজ’ ওয়েব সিরিজ। সিরিজের গল্প রোমিত সেন নামের এক বিখ্যাত সাংবাদিককে ঘিরে, যিনি জড়িয়ে যান একটি মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায়। মেয়েটির নাম দিতি। সম্পর্কে দিতি এক পুলিশ অফিসারের মেয়ে। এই ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। রোমিতের চরিত্রে দেখা যাবে টোটাকে। বিখ্যাত সাংবাদিকের অনুরাগী ছিল এই দিতি। কিন্তু, তার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় কি আদৌ কোনও হাত রয়েছে রোমিতের? সেই উত্তর মিলবে সিরিজের গল্পে। এই পুলিশেরই এক প্রবীণ প্রাক্তন অফিসারের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে।

পাফ ড্যাডি – বঙ্গ

পরিমণির অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ মুক্তি পাচ্ছে। ৭ পর্বের ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ শুরু করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। কিছু অংশ শুটিং করার পর তিনি সরে দাঁড়ালে কাজটি যৌথভাবে শেষ করেন সহিদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি? কোনটা সত্যি? নাকি পুরোটাই ফাঁকি? এমনই এক রহস্যময় গল্প দেখা যাবে সিরিজে। ওয়েব সিরিজটিতে আজাদ আবুল কালাম, আবদুর নূর সজল সহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, সালাউদ্দিন লাভলু, বিজরি বরকত উল্লাহ, মৌটুসি বিশ্বাস প্রমুখ। আগস্টের প্রথম সপ্তাহে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে আসছে সিরিজটি।

বাওয়াল – অ্যামাজন প্রাইম ভিডিও

২১ জুলাই মুক্তি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম  ভিডিওতে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘বাওয়াল’ সিনেমাটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে শ্রীদেবী কন্যার জুটি দর্শকদের পছন্দ করেছে দর্শক  হয়েছে। ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নীতেশ তিওয়ারি সিনেমাটি পরিচালনা করেছেন।

লেখাটির পিডিএফ দেখতে চাইলে ক্লিক করুন: ওটিটি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − seven =