আবার কলকাতার সিনেমায় আরিফিন শুভ

আরিফিন শুভ কলকাতার  ‘১৯শে এপ্রিল’ সিনেমায় অভিনয় করবেন। অরিন্দম শীলের পরিচালনায় প্রযোজনা প্রতিষ্ঠান ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে সিনেমাটির শুটিং চলতি মাসেই শুরু হবে বলে জানা গেছে।

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়ক আরিফিন শুভ। দেশের পাশাপাশি ওপার বাংলায়ও কাজ করেছেন তিনি। দীর্ঘ চার বছর পর ফের কলকাতার সিনেমায় নাম লেখালেন এই নায়ক।

১৯৭৬ সালে কলকাতায় ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর মৃত্যুরহস্যের গল্পে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। শহরের অভিজাত পরিবারের গৃহবধূ সুরূপা গুহর রহস্যজনক মৃত্যু নিয়ে তৈরি হবে সিনেমাটি। শ্বশুরবাড়ির কেউ তাকে হত্যা করেছে নাকি সে আত্মহত্যা করেছে—তা নিয়ে জলঘোলা হয়। কেউ আঁচ করতে পারেনি শিক্ষিত শ্বশুরবাড়িতে কীভাবে নির্যাতিত হতে পারে পুত্রবধূ। সুরূপা গুহর মৃত্যুর পর তার শ্বশুড়বাড়ির সদস্যরা কিছুদিন জেল খাটলেও পরে রাজনৈতিক প্রভাবে ছাড়া পেয়ে যায়।

ঘটনাটি ১৯ এপ্রিল ঘটেছিল, পাঁচ বছর ধরে চলে মামলা। গৃহবধূর চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী। সুরূপার স্বামী ইন্দ্রনাথ গুহর চরিত্রে আরিফিন শুভ।

২০১৯ সালে রঞ্জন ঘোষের ‘আহা রে’ সিনেমার হাত ধরে টলিউডে অভিষেক ঘটে শুভর।

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + 20 =