আবার বিয়ে করলেন মাহি

রাকিব সরকার নামে গাজীপুরের এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।রোববার রাত ১২টা ৫ মিনিটে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে এক ফেসবুক পোস্টে জানান তিনি।

রাকিবের সঙ্গে মাহির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে কয়েক মাস ধরেই গণমাধ্যমে আলোচনা ছিল। কোনো কোনো সংবাদমাধ্যমে বিয়ের খবরও এসেছিল।মাহি জানান, তারা বিয়েটা সেরেছেন রোববার। এর আগে তাদের দু’জনের যে বিয়ের খবর এসেছে তা ‘গুজব’ ছিল।

সপ্তাহখানেক আগে মাহি এক ফেসবুক পোস্টে বলেন, ১৩ সেপ্টেম্বর ‘সারপ্রাইজ’ নিয়ে আসছেন তিনি। বিষয়টি নিয়ে ফেইবুকে আলোচনার মধ্যে নির্ধারিত দিনেই বিয়ের ঘোষণা দিলেন ‘অগ্নি’ চলচ্চিত্রের এ নায়িকা।নবদম্পতিকে পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শিহাব শাহীন, ইফতেখার চৌধুরী, নিপুণ, নুসরাত ফারিয়া, বাঁধন সরকার পূজা, শ্রাবণ্য তৌহিদাসহ আরও অনেকে শুভেচ্ছা জানান।

মে মাসের দিকে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান মাহি। আইনি প্রক্রিয়ায় ‘মিউচুয়ালি’ বিচ্ছেদের প্রক্রিয়ার কথা জানিয়েছেন তারা।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’ ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

বিডিনিউজ

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − five =