আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক ১১ ঘণ্টার সফরে ঢাকায়

৩৮ ঘণ্টার লম্বা ফ্লাইট শেষে এমিলিয়ানো মার্তিনেজ এখন বাংলাদেশে ৷ আজ ভোরে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন ৷

দেড় মাস আগে যখন জানা গিয়েছিল, মার্তিনেজ বাংলাদেশে আসবেন, তখন বড় আয়োজনের পরিকল্পনাই শুনিয়েছিলেন আয়োজক বা মূল উদ্যোক্তা। কিন্তু সময়ের সঙ্গে সে সব পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের আজকের বাংলাদেশ সফর তাই ‘ঝটিকা’ এবং ‘নীরব’ই বলতে হবে।

সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করে নিতে সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে আমন্ত্রণ জানিয়েছে। মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন মাশরাফি।

আয়োজকেরা জানিয়েছেন, বুয়েনস এইরেস থেকে রওনা দিয়ে আমস্টারডাম, ইস্তাম্বুল হয়ে প্রায় ৩৮ ঘণ্টার বিমানভ্রমণ শেষে আজ ভোর ৫টার দিকে ঢাকায় পৌঁছেছেন মার্তিনেজের। রাজধানীর একটি হোটেলে কয়েক ঘণ্টার বিশ্রাম শেষে দুপুরে তিনি আসবেন বাড্ডার প্রগতি সরণিতে ফান্ডেডনেক্সট, নেক্সট ভেঞ্চারের কার্যালয়ে। মার্তিনেজের ঢাকা সফরের ব্যবস্থা করেছে এ প্রতিষ্ঠান। মার্তিনেজ তাদের কার্যালয়ে ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘণ্টার মতো সময় কাটাবেন। এরপর দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের। সাক্ষাৎ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে কলকাতায় চলে যাবেন মার্তিনেজ।

ভারতেই মূলত মার্তিনেজের জাঁকালো কর্মযজ্ঞ। তাঁর তিন দিনের উপমহাদেশ সফর সূচির বড় অংশ কাটবে কলকাতায়। সেখানে জাঁকালো, বৈচিত্র্যময় ও বর্ণাঢ্য অনুষ্ঠান হলেও বাংলাদেশে তাঁর ঝটিকা সফরটা ‘পাবলিক’ নয় বলেই দাবি আয়োজকদের। দর্শক দূরের কথা, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন পর্যন্ত হচ্ছে না মার্তিনেজের। এমনকি ফুটবলের এত বড় তারকা, বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতাও নেই তাঁর এ সফরে। নেক্সট ভেঞ্চারের চিফ স্ট্র্যাটেজি অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব গতকাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘বাংলাদেশে তাঁর (মার্তিনেজের) আসারই কথা ছিল না। শেষ মুহূর্তে রাজি হয়েছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, আমাদের হাতে দুটো অপশন ছিল। হয় মার্তিনেজ আসবে না অথবা কিছুক্ষণের জন্য আসবে। আমরা পরেরটি বেছে নিয়েছি। সব চূড়ান্ত হয়েছে শেষ মুহূর্তে, গত ২৬ জুনে। আর আমাদের অফিসে বড় আয়োজন করতে জায়গারও সংকট আছে। তিনি নিজেও আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন কিংবা এমন কিছুর জন্য প্রস্তুত নন।’

অথচ মার্তিনেজ আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের দর্শকদের অকৃত্রিম ভালোবাসা দেখে নিজ থেকেই দেড় মাস আগে কলকাতার সফরের সঙ্গে ঢাকা সফর জুড়ে দিতে বলেছিলেন। তখন ঢাকায় তাঁর একদিনের সফরে অনেক কিছুই থাকার কথা শোনা গিয়েছিল। পরে সব আনুষ্ঠানিকতা কেটেছেঁটে অতি সংক্ষিপ্ত করা হয়েছে।

মার্তিনেজের ভারত ও বাংলাদেশ সফর যাঁর উদ্যোগে, কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত গত মাসে আজকের পত্রিকাকে একাধিকবার জানিয়েছেন, বাংলাদেশের বিদ্যমান তীব্র ডলার সংকটের কারণে মার্তিনেজের ঢাকায় আসা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। এ সফরে তাঁকে যে পেমেন্ট করতে হতো সেটির অনুমতি পেতে তাঁদের বেশ বিপাকে পড়তে হচ্ছিল। পরে শুধু ফ্লাইট খরচেই কয়েক ঘণ্টার বাংলাদেশ সফরে অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষককে রাজি করানো গেছে। আর তিনি যেহেতু নিজেই আগ্রহ প্রকাশ করেছেন, কয়েক ঘণ্টার জন্য হলেও ঢাকায় আসাটা কর্তব্য মনে করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 7 =