আলীরাজের জন্মদিন আজ

১৯৫৭ সালের ১৫ মার্চ, সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আলীরাজ। আসল নাম ডব্লিউ আনোয়ার। সু-অভিনেতা হিসেবে বাংলাদেশের টেলিভিশন এবং চলচ্চিত্র দর্শকদের কাছে তিনি নিজস্ব পরিচিতি অর্জন করেছেন বহু আগেই। পেয়েছেন ঋদ্ধ জনের প্রশংসা। প্রায় ২০০শত সিনেমার সফল এই অভিনেতার জন্মদিন আজ ১৫ মার্চ।

কিশোর বয়সে সিরাজগঞ্জের বর্ণালী ক্লাবের মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। এরপর ওই ক্লাবসহ তরুণ সম্প্রদায়, দুর্বার, সংলাপ থিয়েটারের বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করেছেন। ঢাকায় এসে তিনি যোগদেন ঢাকা থিয়েটারে। বাংলাদেশ টেলিভিশনে, সেলিম আল দীনের লেখা ও নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ‘ভাঙনের শব্দ শুনি’ নাটকে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। চোখে পড়েন নায়করাজ রাজ্জাকের। নায়করাজই আলীরাজকে চলচ্চিত্রে অভিনয়ে নিয়ে আসেন। তাঁর পরিচালনার ‘সৎভাই” ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ নায়ক চরিত্রে অভিনয়ের সূযোগ করে দেন। ওই ছবিতেই ডব্লিউ আনোয়ারের পর্দা নাম রাখা হয় আলীরাজ। ১৯৮৪ সালে ছবিটি মুক্তি পাবার পর সু অভিনেতা হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর মমতাজ আলীর ‘নিয়ত’, আজহারুল ইসলাম খানের ‘সহযাত্রী’ তাকে চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালকদের কাংখিত অভিনেতায় পরিনত করে আলীরাজকে। প্রায় দুইশত ছবির এই অভিনয় শিল্পী ২০১৬ সালে ‘পুড়ে যায় মন’ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

এছাড়াও আরও অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। শুভ জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। শুভ জন্মদিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven + fourteen =