আসছে আদর-পূজার সিনেমা ‘নাকফুল’

আদর আজাদ ও পূজা চেরী অভিনীত নতুন সিনেমার নাম ‘নাকফুল’। নতুন এই সিনেমায় নতুন লুকে দেখা যাবে তাদের। প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এবার এই নামেই সিনেমা তৈরি হতে যাচ্ছে। চিরায়ত ভালোবাসার প্রতীক নাকফুল নিয়েই মূলত সিনেমার গল্প।

‘নাকফুল’ সিনেমাটি বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর ব্যানারে নির্মিত হচ্ছে। নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। ফেরারী ফরহাদ ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন। সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আলোক হাসান। তিনি জানান, ‘নাকফুল’ সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরী। সিনেমাটি এই চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 3 =