বিশ্বব্যাপী ভক্তদের কাছে স্পাইডারম্যান হিসেবে টম হল্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সফল তিনটি কিস্তির পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তির জন্য।
অবশেষে আসতে চলেছে ‘স্পাইডার-ম্যান’র নতুন কিস্তি। ২০২৬ সালের জুলাইয়ে স্পাইডারম্যান হয়ে থিয়েটারে ফিরছেন টম হল্যান্ড।ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, সিনেমার এখনো কোনো নাম দেওয়া হয়নি। কিন্তু এটিই হতে যাচ্ছে ‘স্পাইডার-ম্যান ৪’। সিনেমাটি পরিচালনা করছেন ডাস্টিন ড্যানিয়েল ক্রিটন। এর মধ্য দিয়েই অভিষেক হচ্ছে তার।
নতুন সিনেমার খবর দিয়েছেন টম হল্যান্ড নিজেই। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়রের উপস্থিতি চেপে রাখলেও নতুন স্পাইডার ম্যানের খবর তিনি চাপা রাখলেন না।
জিমি ফ্যালনের শো’তে জানিয়ে দিলেন স্পাইডার-ম্যানের চতুর্থ সিনেমাটি আগামী বছরের মাঝামাঝি প্রোডাকশনে যাবে। এছাড়া এটি যে ২০২৬ সালের জুলাইয়ে মুক্তি পাবে, সে কথাও জানিয়েছেন হল্যান্ড।
এ প্রসঙ্গে তিনি বলেন, আগামী সামারে আমরা শুটিং শুরু করব। সবকিছু এখন পর্যন্ত ভালোই চলছে। কোনো সমস্যা দেখা না দিলে এ পরিকল্পনা অনুসারেই কাজ চলবে। আমি তো দারুণ উত্তেজিত। অপেক্ষা করতে পারছি না কবে স্যুট পরব।
এর কিছুদিন আগে হল্যান্ড জানিয়েছিলেন, তিনি নতুন সিনেমার খসড়া চিত্রনাট্য পড়েছেন। এ নিয়ে বলেছিলেন, চিত্রনাট্যে আরও অনেক কাজ করার মতো জায়গা আছে। আমার বিশ্বাস নির্মাতারা তা করবেন এবং সবশেষে দারুণ একটা চূড়ান্ত রূপ আসবে।
এর আগে অ্যাভেঞ্জার্সে টম হল্যান্ডকে দেখা গেছে। স্পাইডার-ম্যানের সর্বশেষ একক সিনেমা ছিল ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ২০২১ সালের সিনেমাটি ১০০ কোটি ডলার আয় করেছিল।