ইউল্যাব স্থায়ী ক্যাম্পাসে UNHCR x DIMFF মোবাইল ফিল্মমেকিং কর্মশালা অনুষ্ঠিত

“Forced to Flee” থিম নিয়ে শুরু হওয়া এই কর্মশালা তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করবে ঘর ছাড়া মানুষের কষ্ট ও সাহসিকতার গল্পগুলো তুলে ধরতে।

UNHCR এবং ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভাল (DIMFF) এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ৯০টিরও বেশি টিমের আবেদন থেকে ৫টি টিমের ২০ জন অংশগ্রহণকারী নির্বাচিত হয়েছেন। নির্বাচিত টিমগুলো হলো:

নির্বাচিত টিম: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন UNHCR প্রতিনিধি কেভিন লিন্ডব্লম, শাহিরা মজুমদার, মোশাররফ হোসেন এবং শফি সালেহ। এছাড়াও উপস্থিত ছিলেন DIMFF পরামর্শক সৈয়দা সাদিয়া মেহজাবিন। কেভিন লিন্ডব্লম কর্মশালার থিম “Forced to Flee” সম্পর্কে একটি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং শফি সালেহ UNHCR-এর কাজ এবং কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।

কর্মশালাটি পরিচালনা করছেন মোহাম্মদ ফারহাদ হোসেন ফাহাদ, যিনি ৬, ৭, ১৩ এবং ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে চারটি সেশন পরিচালনা করবেন। প্রতিটি টিম “Forced to Flee” থিমের ওপর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করবে, যেখানে বাস্তুচ্যুত মানুষের সংগ্রাম এবং সাহসিকতার গল্প ফুটিয়ে তোলা হবে।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের তৈরি কিছু চলচ্চিত্র ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভাল (DIMFF) ২০২৫-এ সরাসরি প্রদর্শনীর সুযোগ পাবে।

কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর, ২০২৪, যেখানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং তাদের সৃজনশীল প্রকল্প উদযাপন করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × one =