মাসুম রেজার ‘পারাপার’ মঞ্চায়ন বৃহস্পতিবার

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ‘পারাপার’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। পরদিন একই মিলনায়তনে হবে দ্বিতীয় প্রদর্শনী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ফাহিম মালেক ইভানের নির্দেশনায় দেশ নাটক মঞ্চে আনছে ‘পারাপার’। মাসুম রেজা রচিত নাটকটি দেশ নাটকের ২৪ তম প্রযোজনা। আর এ নাটকের মধ্য দিয়ে দেশ নাটকে নির্দেশক হিসেবে অভিষেক হচ্ছে ইভানের।

অনেক বছর ধরেই ইভান যুক্ত আছেন দেশ নাটকের সঙ্গে। মঞ্চে অভিনয় করে প্রশংসিতও হয়েছেন। আগে অন্য নাটকের নির্দেশনা দিলেও এবারই প্রথম নিজের দলে তিনি এ ভূমিকায় আসছেন।

ইভান বলেন, “এবারই প্রথম নিজ নাট্যদলে নির্দেশনা দিচ্ছি। তাই আনন্দের পাশাপাশি কিছুটা চাপও অনুভব হচ্ছে। মাসুম ভাই গুণি নাট্যকার। তার স্ক্রিপ্ট নিয়ে কাজ করাটাও ভীষণ গৌরবের। সবাইকে নাটক দেখার আমন্ত্রণ জানাই।”

এ নাটকের পোশাক পরিকল্পনা করছেন সাজিয়া আফরিন, মঞ্চ পরিকল্পনা করছেন কাজী কোয়েল। আলোক পরিকল্পনায় রয়েছেন গোলাম ফারুক টিটু। সংগীত পরিকল্পনা করছেন অসীম নট্ট, লরেন্স উজ্জ্বল গমেজ, ইমামুর রশীদ, ফাহিম মালেক ইভান। গানে সুর দিয়েছেন ইউসুফ হাসান অর্ক ও ফাহিম মালেক ইভান। কোরিওগ্রাফি করেছেন ফেরদৌস হাসান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কামাল আহমেদ, অসীম কুমার নট্ট, কাজী রাজু, গোলাম মাহমুদ, আশরাফুল আশীষ, মাঈন হাসান, আরিফ হক, কাজী লায়লা বিলকিস, সোমা ফেরদৌসী, ইসমত জেরিন, তানহা, ব্রততী, ইব্রাহিম, লিমন, শাহেদ, সজীব, সবুজ, বাদশা, নাঈম, নাইমুর, নাভিদ, সাজ্জাদ, শামীমসহ আরো অনেকে।

নাটকের গল্প থেকে তুলে ধরে ইভান বলেন, গ্রামের সহজ সরল জীবনের সঙ্গে এ কাহিনীতে মিশেছে প্রেমের ছলনায় নারী পাচারের বাস্তবতা। মানব চরিত্রের বৈপরীত্য যে প্রতিটি মানুষকে কঠিন পথে ধাবিত করে, তা ফুটে উঠেছে এ গল্পে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − 5 =