ইসরাইলের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করছে তুরস্ক

ইস্তাম্বুল, ৯ এপ্রিল, ২০২৪ (বাসস ডেস্ক) : গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় তুরস্ক মঙ্গলবার থেকে দেশটির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। তারা সিমেন্ট, ইস্পাত ও লোহাসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, ‘ইসরায়েল অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা না করা পর্যন্ত এবং গাজায় পর্যাপ্ত ও নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 2 =