ঈদে একসঙ্গে দেশে ও বিদেশে ‘অন্তর্জাল’

সোমবার ছিল বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমা মুক্তির সাত বছর পূর্তি। এ উপলক্ষে ফেসবুকে প্রকাশ করা হয় অন্তর্জাল সিনেমার গ্লোবাল পোস্টার। নতুন পোস্টার প্রকাশের পাশাপাশি জানানো হয় কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ আর মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

দেশের প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’-এর ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে দি অভি কথাচিত্র, আমেরিকা ও কানাডায় স্বপ্ন স্কেয়ারক্রো, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ পথ প্রোডাকশন-দেশি ইভেন্টস, মধ্যপ্রাচ্যে মিডিয়ামেজ, আমেরিকা ও কানাডায় স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে শতাধিক সিনেমা হলে রিলিজ করা হবে বলে জানা গেছে।

গত ঈদের মতো আসন্ন ঈদেও সিনেমা মুক্তির হিড়িক লক্ষ করা যাচ্ছে। সংখ্যার দিক থেকে রোজার ঈদকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে অনেকটাই ব্যতিক্রম ‘অন্তর্জাল’ সিনেমাটি। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমাটি ঈদ উপলক্ষে একসঙ্গে দেশে ও বিদেশে মুক্তি পাবে।

বিষয়টি নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘একসঙ্গে দেশ ও বিদেশে সিনেমা মুক্তির পরিকল্পনাটা আগে থেকেই করা হয়েছে। ঈদের সপ্তাহেই সব দেশে মুক্তি দেওয়া হবে অন্তর্জাল। ফলে বিভিন্ন দেশের বাংলা ভাষার দর্শকেরা সিনেমাটি একসঙ্গে কাছাকাছি সময়েই উপভোগ করতে পারবেন।’

এবার ঈদে বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। তবে নিজের সিনেমা নিয়ে আশাবাদী দীপংকর দীপন। তিনি বলেন, ‘এবার ঈদ দর্শকের জন্য অনেক উপভোগ্য হবে। বেশ কিছু ভিন্ন স্বাদের সিনেমা দেখতে পারবেন তাঁরা। অন্তর্জাল নিয়ে আমি খুবই আশাবাদী। এমন গল্পের সিনেমা আমাদের দর্শক আগে দেখেননি। এ ছাড়া আগে দুটি সিনেমা বানিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার প্রতিফলন এবার পর্দায় দেখতে পারবেন দর্শক। ঈদে যেহেতু অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেশে কয়টি হল পাব তা জানি না। তবে আমার বিশ্বাস, সিনেমাটি যাঁরা দেখবেন তাঁরাই এটির প্রচার করবেন। সময়ের সঙ্গে সঙ্গে অন্তর্জালের দর্শক বাড়বে।’

জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রচার উপলক্ষে ধারাবাহিকভাবে সিনেমার টিজার, ট্রেলার ও গান প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা দীপংকর দীপন।

ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার জাল আর চাল নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, রওনক হাসান প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে সিনেমাটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 5 =