ঈদে চালু হচ্ছে নতুন মাল্টিপ্লেক্স ‘জয়-লায়ন সিনেমাস’

পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে ৪ স্ক্রিনের ৮০০ সিটের সুবিশাল মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে। ঈদে শাকিব খান অভিনীত ছবি ‘গলুই’ দিয়ে শুরু হচ্ছে এই আধুনিক মাল্টিপ্লেক্সের নতুন পথচলা।

ঈদের মতো উৎসবে মাল্টিপ্লেক্সেটি চালু হওয়ার ব্যাপারে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, একের পর সিনেমা হল বন্ধের যে হিড়িক, সেই ঘোর অমানিশা কাটিয়ে কেরানীগঞ্জে চালু হতে যাওয়া ‘জয়-লায়ন সিনেমাস’ অবশ্যই আশা জাগানিয়া খবর।

‘জয়-লায়ন সিনেমাস’ নির্মাণে একাংশে জড়িত বঙ্গ। প্রতিষ্ঠানটির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান জানান, সেখানকার শপিং মলের সঙ্গে মাল্টিপ্লেক্সটি চালু হচ্ছে। আরও আগেই প্রস্তুত হয়ে থাকলেও করোনার কারণে এতদিন চালু হয়নি। সেখানে ফুডকোর্ট, শপিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে আধুনিক সিনে থিয়েটার ‘জয়-লায়ন সিনেমাস’।

এদিকে, ঈদে বাংলাদেশের সফল চিত্রতারকা শাকিবের ‘গলুই’-এর মাধ্যমে ‘জয়-লায়ন সিনেমাস’ চালু হওয়ার খবর নিশ্চিত করেছেন দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার (জিএম) বায়জিদ হাসান শাওন। তিনি বলেন, ঈদে একটি স্ক্রিনে ‘গলুই’ চলবে। দর্শকদের চাহিদা বাড়লে স্ক্রিন সংখ্যা বাড়াবো। অন্যান্য স্ক্রিনে হলিউডের ছবি (থ্রি ডি) চলবে।

আবহমান গ্রাম বাংলার কৃষ্টি-কালচার, বিলীন হতে যাওয়া নৌকা বাইচ ও সত্তর-আশির দর্শকের রোম্যান্টিক প্রেম প্রেক্ষাপট নিয়ে সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি ‘গলুই’-এর পরিচালক এস এ হক অলিক বলেন, ‘জয়-লায়ন সিনেমাস’-এর স্ক্রিনে প্রথম গলুই-এর ট্রেলার চালানো হয়েছে। ঈদের দিন থেকে দৈনিক চারটি করে গলুইয়ের শো চালানো হবে।

গেল অক্টোবরে নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবি ‘গলুই’ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশাও আকাশচুম্বী! শাকিব খান নিজেও মনে করেন, ঈদে গলুই-তে মেতে থাকবেন দর্শক। তাই ঈদের সময় শুধু একা নয়, দর্শকের পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন চারাবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নায়ক শাকিব খান।

সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর যৌথ প্রযোজনায় গলুই-তে শাকিব খানের বিপরীতে আছেন পূজা চেরী। আরও আছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ। ছবির গানগুলো করেছেন কুমার বিশ্বজিৎ, হাবিব, এস আই টুটুল প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − nine =