ঈদে তশিবার নতুন গান ‘সিলেটি ফুরি’

নয়া দামান খ্যাত সিলেটের কণ্ঠশিল্পী তশিবার নতুন গান ‘সিলেটি পুরি’। গানটি লিখেছেন নির্মল দাস। সুর করেছেন পাগল হাসান এবং সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ।২৬ মার্চ সন্ধ্যায় ‘সিলেটি ফুরি’ গানটি টিআর মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে।

গানটি প্রকাশ হয়েছে ভিডিও আকারে। এতে অভিনয় করেছেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা এবং আশিক তালুকদার। ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

তশিবা বলেন, একজন সিলেটি মেয়ে হয়ে ‘সিলেটি ফুরি’ শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথায়, সুর এবং অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে।

গানটির গীতিকার নির্মল দাস বলেন, ‘সিলেটের সন্তান হিসেবে সিলেটের আঞ্চলিক ভাষায় গানটি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

সারাবাংলা

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 5 =