উইম্বলডনের ওয়াইল্ড কার্ড পেলেন ভেনাস

আগামী মাসে  শুরু হওয়া বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের সিঙ্গেলসে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড  পেয়েছেন পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামস। গত বছর অল ইংল্যান্ড ক্লাবে ভেনাস মিক্সড ডাবলসে অংশ নিয়েছিলেন।

২০২১ সাল থেকে তিনি সিঙ্গেলসে অংশ নিচ্ছেন না। কিন্তু প্রায় বছর খানেক পর সিঙ্গেলসে জয় তুলে নিয়ে আবরো উইম্বলডনে খেলার স্বপ্ন দেখছেন ভেনাস। সোমবার বার্মিংহ্যাম ডব্লিউটিএ ইভেন্টে ইতালিয়ান ক্যামিলা গিওর্গিকে ৭-৬, ৪-৬, ৭-৬ গেমে পরাজিত করে শেষ ষোল নিশ্চিত করেছেন ভেনাস। ৪৩তম জন্মদিনের পরদিন তিনি এই জয় তুলে নেন।

বার্মিংহ্যামে যাবার আগে ভেনাস গত সপ্তাহে নেদারল্যান্ডে খেলার মাধ্যমে জানুয়ারির পর প্রথম ঘাসের কোর্টের টুর্ণামেন্টে অংশ নিয়েছেন। গিওর্গিওর বিরুদ্ধে তার তিন সেটের জয়টি ছিল ২০১৯ সালের পর প্রথম শীর্ষ ৫০’র কোন প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয়।

এবারের আসরে ১০জন ব্রিটিশ পুরুষ ও নারী খেলোয়াড়কে ওয়াইল্ড কার্ড উপহার দেয়া হয়েছে,যার মধ্যে লিয়াম ব্রুডি ও কেটি বুল্টারও রয়েছেন। এদিকে গতবছর গর্ভধারনের কারনে খেলতে না পারা ইউক্রেনের এলিনা সেভিতোলিনাও এবার মূল ড্র’তে অংশ নিচ্ছেন।

২০১৯ সালে উইম্বলডনের সেমিফাইনালে খেলা বিশ্বের তিন নম্বর খেলোয়াড় সেভিতোলিনা অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন। এ বছর ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলেছেন। বিশ্বের ১২৪ নম্বর খেলোয়াড় বেলজিয়ামের ডেভিড গোফিন ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে খেলার কারণে ওয়াইল্ড কার্ড পেয়েছেন। অল ইংল্যান্ড ক্লাব নারী বিভাগে একটি ও পুরুষ বিভাগে আরো দুটি ওয়াইল্ড কার্ড দিবে।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − fourteen =