ঋত্বিক ঘটকের নীতা রূপে রুনা খান

সম্প্রতি নিয়মিত নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ছোট পর্দা ও সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে ওটিটিতে স্ট্রিমিং শুরু হয়েছে রুনা খান অভিনীত ওয়েব সিরিজ ‘আন্তঃনগর’। এতে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী। এ কাজের রেশ কাটতেই রুনা জানালেন তার ঈদের কাজ নিয়ে। কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ সিনেমার প্রেরণায় নির্মিত হয়েছে ‘বড় মেয়ে’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

পিকক এন্টারটেইনমেন্টের ব্যানারে লিমন আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন শাহজাদা ইসলাম শায়খ। গত সপ্তাহেই নাটকটির শুটিং হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।

ঋত্বিক ঘটকের তার ‘মেঘে ঢাকা তারা’ সিনেমাটি ১৯৬০ সালে নির্মাণ করেন। পঞ্চাশ দশকে কলকাতার এক বাঙালি পরিবার ঘিরেই এ সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রের নাম নীতা। পরিবারের বড় মেয়ে নীতার নানা দায়িত্ব। ঈদে ‘‌বড় মেয়ে’ নাটকে নীতার ভূমিকায়ই দেখা মিলবে রুনা খানের। তবে ছোট পর্দায় এর গল্পটা কেমন জানতে চাইলে এ প্রসঙ্গে রুনা খান বলেন, ‘দারুণ একটি গল্পে কাজ করছি। সংসারের জন্য বড় সন্তান বিশেষ করে বড় মেয়েদের যে ত্যাগ আর মমতা, সে চিত্রই এ নাটকে ফুটে উঠবে। পাশাপাশি দেখা যাবে সব বিসর্জন দিয়ে সংসার আগলে রাখা বড় মেয়ের সঙ্গে পরিবারের সদস্যদের নির্মম ব্যবহার ও অনুশোচনার গল্প। আমার বিশ্বাস, নাটকটি সব শ্রেণীর দর্শকের হৃদয়ে দাগ কাটবে। এবারের ঈদে সেরা নাটক হবে। ভালো চিত্রনাট্য পেয়েছি, তাই কাজ করা সহজ হয়ে গেছে। পরিচালক শাহজাদা ইসলাম শায়খের টিমটাও গোছানো। অনেক ভালো সহশিল্পীদের পেয়েছি। বেশ উপভোগ করে আনন্দ নিয়ে শুটিং করেছি আমরা।’

এ নাটকে রুনা খানের বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘নাটকে আমার চরিত্রের নাম জীবন। একজন আপাদমস্তক প্রেমিক। জীবনের জীবনবোধও চমৎকার। এটি দর্শকের ভালো লাগবে এ আশা করাই যায়।’

নাটক প্রসঙ্গে পরিচালক শাহজাদা ইসলাম শায়খ বলেন, ‘‌এটি পারিবারিক আমেজের একটি গল্প। বাবা, মা, ভাইবোন অর্থাৎ সবাইকে নিয়ে দেখার মতো নাটক। আমি মনে করি, এ নাটক পারিবারিক সম্পর্কের প্রতি আমাদের সচেতন করবে।’

নাট্যকার লিমন আহমেদ বলেন, ‘‌‌বহু বছর আগে ঋত্বিক ঘটক ‘‘‌ মেঘে ঢাকা তারা’’ নির্মাণ করেছিলেন। সে সিনেমায় সংসারের প্রতি নীতা চরিত্রের যে মমতা, ত্যাগ তা আজও নানা সংসারে চলমান।৷ আবার তার মতো অনেকেই পারিবারিক অকৃতজ্ঞতার শিকার হচ্ছে। এ অকৃতজ্ঞতার দেয়াল ভেঙে আমরা যেন পরিবারের দায়িত্বশীল মানুষটির প্রতি যত্নবান হই, তারই বার্তা দেবে ‌বড় মেয়ে।’

জুলকারনাইন ভুঁইয়া প্রযোজিত বড় মেয়ে নাটকটি কোরবানির ঈদে পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এতে আরো আছেন নাদের চৌধুরী, মুসাফির সিয়াম, জারা জয়া, মিথুন আহমেদ, সাজন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + 1 =