ঋত্বিক সম্মাননা পদক পেলেন দুই পরিচালক

চলচ্চিত্র নির্মাতা আবু সাইয়ীদ ও জুনায়েদ হালিম ঋত্বিক সম্মাননা পদক ২০২১ পেয়েছেন। ঋত্বিক কুমার ঘটকের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি ১০ম এ উৎসবের আয়োজন করে। প্রতিবছরের মতো এবার রাজশাহীর মিয়াপাড়ায় ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটায় এ অনুষ্ঠানের আয়োজন কর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজসেবী শাহীন আকতার রেনী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। এ ছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও কবি প্রফেসর রুহুল আমিন প্রামানিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল।

রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাসুদ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen + four =