একই দিনে সাবেরী আলম ও জিতু আহসানের জন্মদিন

নন্দিত নাট্যনির্মাতা বদরুল আনাম সৌদের নাটকে সহশিল্পী হিসেবে কাজ করেছেন সাবেরী আলম ও জিতু আহসান। সৌদের নির্দেশনায় তারা দুজন প্রথম একসঙ্গে অভিনয় করেন ‘সীমান্ত’ নাটকে। এরপর তারা দুজন একই পরিচালকের নির্দেশনায় ‘গহীনে’, ‘পিঞ্জর’, ‘এলেবেলে’সহ আরো বেশ কিছু নাটকে অভিনয় করেন। আজ দর্শকপ্রিয় এ দুজন অভিনয়শিল্পীর জন্মদিন। সাবেরী আলম ও জিতু আহসান বেশ আগে থেকেই অবগত যে তাদের দুজনের জন্মদিন একই দিনে। জন্মদিনে একে অপরকে শুভেচ্ছাও জানান।

সাবেরী আলম অভিনীত ধারাবাহিক ‘তুমি আছো তাই’, ‘প্রেম নগর’, ‘বহে সমান্তরাল’, ‘নিউইয়র্ক থেকে বলছি’, ‘নীল নির্বাসন’, ‘মেঘের ওপারে মেঘ’ বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। মুক্তির অপেক্ষায় আছে সাবেরী অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ চলচ্চিত্র।

এদিকে ছোটবেলায় জিতু প্রথম আব্দুল লতিফ বাচ্চুর নির্দেশনায় ‘লাল বেলুন’ চলচ্চিত্রে অভিনয় করেন। বড় হয়ে তার অভিনীত একমাত্র চলচ্চিত্র বদরুল আনাম সৌদ’র ‘গহীন বালুচর’। গত ঈদে তিনি দীপ্ত টিভিতে প্রচারিত সৌদ পরিচালিত ঈদ ধারাবাহিক ‘একটা দোতলা বাড়ির গল্প’তে অভিনয় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − 6 =