একপেশে খেলায় অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের উড়ন্ত সূচনা

সালেক সুফী

২০২৩ বিশ্ব কাপে কাল ছিল ভারত -অস্ট্রেলিয়ার দৈরথ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে কাল আইসিসি ওডিআই রাঙ্কিংয়ে শীর্ষ দল ভারত অনেকটা হেসে খেলেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে। টস জিতে প্রথম ব্যাটিং করে ভারতের তুখোড় বোলিং মোকাবেলায় ৪৯.৩ ওভার খেলে ১৯৯ করেছিল অস্ট্রেলিয়া। জবাবে শুরুতে স্টার্ক ,হেজেলউড ভারতের টপ অর্ডারে সুনামি সৃষ্টি করে ৩/২ কম্পন তুলেছিল। কিন্তু  ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে অন্যতম বিশ্ব সেরা বিরাট কোহলি ( ৮৫) এবং মেধাবী কে এল রাহুলের (৯৭*) ১৬৫ রানের চতুর্থ উইকেট পার্টনারশীপ ভারতকে অনায়েসে জয় এনে দেয়।  ইংল্যান্ডের পর আরো একটি ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়া পরাজয় দিয়ে বিশ্ব কাপ সূচনা করে।

বিশ্ব ক্রিকেটের দুই শক্তিধর মহীরুহের খেলা তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে বলে ক্রিকেট বোদ্ধা /বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিল , অস্ট্রেলিয়া পাঁচ বার জিতেছে বিশ্বকাপ , ভারত জিতেছে দুইবার। খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম ,ফিটনেস , দলীয় ভারসাম্য চুলচেরা বিশ্লেষণে স্বাগতিক ভারত এগিয়ে সন্দেহ নেই. কিন্তু একচেটিয়া ময়দানি লড়াইয়ে অস্ট্রেলিয়া এভাবে বিপর্যস্ত হবে সেটি হয়তো খোদ ভারতের একনিষ্ট সমর্থকরাও ভাবতে পারে নি.

ধারণা ছিল প্রতাপশালী ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া পরিণত ব্যাটিং শক্তি এবং শক্তিশালী বোলিং নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।  কিন্তু তার ছিটে ফোটাও কাল দেখা গেলো না.

মানতে দ্বিধা নেই চেন্নাই স্টেডিয়ামের উইকেট কাল ব্যাটিং স্বর্গ ছিল না. তবে বলের মান ,উইকেটের মেজাজ মর্জি মাফিক ব্যাটিং করলে এই উইকেটে ২৫০-২৬০ করা অস্ট্রেলিয়ার  আওতার বাইরে ছিল না. কিন্তু কি করলো অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।  না পারলো জাসপ্রিত বুমরার পেস সামাল দিতে ,না পারলো কুলদীপ যাদব বা রবীন্দ্রা জাদেজার ঘূর্ণি বলের মুখে রুখে দাঁড়াতে।  ভারতে নিয়মিত খেলা ডেভিড ওয়ার্নার ( ৪১) এবং অভিজ্ঞ স্টিভ স্মিথ (৪৬) কিছুটা লড়াই করলেও বাদ বাকী সব উইকেটে ছিল থরে হরিকম্প।  ভারত বোলিংয়ের x -ফ্যাক্টর জাতিপ্রীত বুমরা ( ২/৩৫ ) এবং কুলদীপ যাদব (২/৪২) দের ছাপিয়েও কাল সফল ছিল বিশ্বস্ত রবীন্দ্র জাদেজা ( ৩/২৮) . ভারতের বিরুদ্ধে ১৯৯ রান কোনোমতেই ভারতের কাছে কঠিন কিছু ছিল না.

কাল কিন্তু ডেঙ্গু আক্রান্ত ভারতের উদীয়মান প্রতিভা সুবমান গিল দলে ছিল না. মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড প্রথম দুই ওভারেই ঈশান কিষান (০)  , রোহিত শর্মা (০)  এবং শ্রেয়াস আইয়ারকে (০) উড়িয়ে দিয়ে যুদ্ধ ঘোষণা করেছিল। ৩/২ অবস্থায় পরিণত অন্য যে কোনো দল ঘুরে দাঁড়াতে হয়তো পারতো না. কিন্তু যে দলে আছে বিশ্ব ক্রিকেটের সর্ব যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ( ৮৫) এবং বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান কে এল রাহুল ( ৯৭) ওদের ক্ষেত্রে এমন পরিস্থিতি সামাল দেয়া স্বাভাবিক।  সাধারণত জয়ের গন্ধ পেলে অস্ট্রেলিয়া সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পরে।  মেনে নিলাম কোহলি -রাহুল উঁচু মানের ব্যাটসম্যান।  কিন্তু অস্ট্রেলিয়ার বোলিং কিন্তু কাল ছিল প্রথম দুই ওভার ছাড়া সাধারণ মানের। আর তাই ভারতের জন্য ৬ উইকেটে জয় অর্জন ছিল স্বাভাবিক পরিণতি।

বড় জয়ে শুভ সূচনা হলো টুর্নামেন্ট হট ফেভারিট। টুর্নামেন্ট সবে শুরু। কিন্তু বলা যায় বিশ্ব সেরা ব্যাটিং এবং ভারসাম্যপূর্ণ বোলিং নিয়ে গড়া ভারত দলকে রুখে দিতে যে কোনো দলকে বেগ পেতে হবে যে কোনো দলকেই এই বিশ্ব কাপে। বিশাল উন্নতি না হলে অস্ট্রেলিয়া এবারে সেমী ফাইনালে পৌঁছাতে বেগ পেতে হবে.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − ten =