এক যুগ পর ঢাকাই ছবিতে মিঠুন

১৩ বছর পর আবারো বাংলাদেশের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। সিনেমার নাম ‘হিরো’। আবদুল্লাহ জহির বাবুর গল্পে এটি পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন চিত্রনাট্যকার নিজে।

আবদুল্লাহ জহির বাবু এক ফেসবুক পোস্টে লিখেন, আমার লেখক জীবনের দারুণ একটা উল্লেখযোগ্য দিন আজ। উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র নায়ক, মিঠুন চক্রবর্তী আমার লেখা ‘হিরো’ সিনেমার ন্যারেশন শুনে বললেন, ‘ব্রিলিয়ান্ট, দারুণ! এই সিনেমা আমি করবো’।

তিনি আরও লিখেন, ধন্যবাদ এইচ.কে.এস ইন্ডাট্রিজ লিমিটেড আমাকে এই সুযোগটা করে দেবার জন্য। ধন্যবাদ পরিচালক কামরুজ্জামান রোমানকে, আমার উপর বিশ্বাস রাখার জন্য। আসছে ‘হিরো’।

প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এরপর আর তাকে ঢাকাই সিনেমায় দেখা যায়নি।

১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’র মাধ্যমে প্রথম ঢাকাই সিনেমায় অভিনয় করেন মিঠুন। এর ২৩ বছর পর আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমাতে অভিনয় করেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × 4 =