এক সিনেমায় সালমান-শাহরুখ-আমির, ভালো গল্পের অপেক্ষা

বলিউডে খানদের আধিপত্য বহুল চর্চিত। তবে এক সিনেমায় সালমান, শাহরুখ ও আমির খানকে দেখার আগ্রহ দর্শকদের বহুদিনের। এ নিয়ে আশার বাণী দিয়েছেন আমির খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটা ভালো গল্পের অপেক্ষায় রয়েছেন খানেরা। এ নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছে, সবাই সম্মতও হয়েছেন।

আমির খানের সাক্ষাৎকার তুলে ধরে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে—ছয় মাস আগে নাকি শাহরুখ ও সালমানের সঙ্গে আলোচনা করেছিলেন আমির খান। তিনি বলেন, ‘ছয় মাস আগে আমি, সালমান ও শাহরুখ দেখা করেছিলাম। তখন আমাদের এ নিয়ে আলোচনা হয়।’

আমির খানই নাকি বিষয়টি আলোচনায় তুলে ধরেন। তিনি বলেন, ‘তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’

আমির খান আরও বলেন, ‘আমাদের সত্যিই তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।’

গত বছর ‘পাঠান’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও সালমান খানকে। আর আমির খানকে শেষ দেখা গিয়েছে ‘লাল সিংহ চাড্ডা’ সিনেমায়। বর্তমানে তিনি ‘সিতারে জ়মিন পার’ ছবি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 + 20 =