এডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে নিশ্চিত এশেজ জয়ের অবস্থানে অস্ট্রেলিয়া

সালেক সুফী

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি পর্বে সবার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। চলছে চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহ্যবাহী এশেজ সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে ২-০ এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এডিলেডে অনুষ্ঠানরত তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২৭১/৪ করা অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ৩৫৬ রানে এগিয়ে আছে। চতুর্থ এবং পঞ্চম দিনের খেলা কোন প্রাকৃতিক দুর্যোগে পন্ড না হলে এই টেস্টে পরাজয় এড়ানোর কোন উপায় নেই ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৩৭১ রানের জবাবে ইংল্যান্ড করেছিল ২৮৬। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের নির্বিষ বোলিং মোকাবেলায় কোনো অসুবিধা হয় নি স্বাগতিক দলের। স্বস্তির বিষয় নিজেদের পয়মন্ত মাঠে দাপুটে ব্যাটিং করছে ঘরের দুই ছেলে ট্রাভিস হেড ( ১৪২*) আর প্রথম ইনিংসে শতরান করা আলেক্স ক্যারি (৫২*)। কাল হয়তো প্রথম সেশনে দ্রুত রান তুলে ৪৫০-৫০০ টার্গেট দিয়ে ইনিংস ঘোষণা করবে অস্ট্রেলিয়া। স্টার্ক, কামিন্স, বোলান্ড, লায়ন্স এখন আগুনে ফর্মে। জানিনা চতুর্থ দিনেই টেস্ট শেষ হবে কিনা। আর এই টেস্ট জয়ী হলেই ৩-০ হয়ে যাওয়া এশেজ অস্ট্রেলিয়ার অধিকারে থেকে যাবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষ স্থান আরো সুদৃঢ় হবে। বর্তমান অবস্থায় মেলবোর্ন এমসিজিতে বক্সিং ডে টেস্ট এবং সিডনি এসসিজিতে নিউ ইয়ার্স টেস্ট দুটি অস্ট্রেলিয়া জয় করে হয়তো ইংল্যান্ডকে ক্যাঙ্গারু ধোলাই করবে।

এশেজ সিরিজ ২০২৫, এডিলেড টেস্ট

তৃতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোরকার্ড

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৩৭১ অল আউট (আলেক্স কারী ১০৬, উসমান খাওয়াজা  ৮২, মিচেল স্টার্ক ৫৪, জোশ ইংলিস ৩২, জোফরা আর্চার ৫/ ৫৩, ব্রেইডন কার্স ২/৮৯, উইল জ্যাক্স ২/১০৫)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ২৭১/৪ ( ট্রাভিস হেড ১৪২*, আলেক্স ক্যারি ৫২*, উসমান খাওয়াজা ৪০, জস টং ২/৫৯)

ইংল্যান্ড প্রথম ইনিংস ২৮৬ অল আউট  (বেন স্টোকস ৮৩, হ্যারি ব্রুকস ৪৫, জোফরা আর্চার ৫১, পাট কামিন্স ৩/৬৯, স্কট বোলান্ড ৩/৪৫, নাথান লায়ন ২/৭০)

ছয় উইকেট হাতে নিয়ে ৩৫৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

আজ সকালে ২৩১/৮ অবস্থানে শুরু করেছিল ইংল্যান্ড। উইকেটে ছিল অধিনায়ক বেন স্টোকস আর জোফরা আর্চার। দুজনই সামর্থের সবটুকু দিয়ে লড়াই করে নবম উইকেট জুটিতে ১০৬ যোগ করে ব্যাবধান যথেষ্ট কমিয়ে আনে।  দ্বিতীয় নতুন বলে স্টার্ক স্টোকস কে আর বোলান্ড আর্চারকে ফিরিয়ে দিলে ইংল্যান্ড ইনিংস ২৮৬ রানে শেষ হয়। ব্যাবধান বিস্তর ৮৫ রানের।

দ্বিতীয় ইনিংসে জেক ওয়েদারল্যাড (১) মার্নাস লেবুচাঙ (১৩) দ্রুত ফিরে গেলেও নিজের মূর্তিতে সক্রিয় ছিল ট্রাভিস হেড। এই টেস্টে লাইফ লাইন পাওয়া উসমান খাওয়াজা ৪০ রানের আরো একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। তবে উল্লেখ করতে হবে দক্ষিণ অস্ট্রেলিয়া তথা এডিলেডের ঘরের দুই ছেলে ট্রাভিস হেড (১৪২*) আর আলেক্স ক্যারির (৫২*) অবিচ্ছিন্ন ১২২ রানের জুটির। এই জুটির ব্যাটিং বলা যায় ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। উইকেটে টার্ন আছে। বাউন্স আছে। ম্যাচের এই পরিস্থিতিতে ৪৫০+ টার্গেট দিলে অস্ট্রেলিয়ার উইকেট শিকারি বোলিং আক্রমণ মোকাবিলা করে পরাজয় এড়ানোর সামর্থ ইংল্যান্ডের নেই। হয়তো কাল ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × three =