এফডিসিতে শুটিং-লোক নেই, আছে কয়েকটা কুকুর: কাজী হায়াৎ

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) দুর্দশার কথা বলতে গিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেছেন, এফডিসিতে গেলে আমাদের কান্না আসে। এফডিসিতে কোনো শুটিং নেই, লোক নেই। কয়েকটা কুকুর এবং সমিতির কয়েকজন লোক আছে। ৬ জুলাই সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ‘চলচ্চিত্র শিল্পের উত্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এফডিসির দুর্দশার কথা উলে­খ করে কাজী হায়াৎ বলেন, এফডিসির এমডি মহোদয়কে বারবার বলেছি আপনারা ভাড়া কমিয়ে দেন। ভাড়া যদি কমাতে না চান, তাহলে নির্মাতাদের অন্তত একটা স্লাব করে দেন। যদি কেউ সব কাজ এফডিসিতে করেন, তাহলে ৪০ শতাংশ ব্যাক পাবেন। আর ৫ লাখ টাকার কাজ করলে ৩০ শতাংশ ব্যাক পাবেন। এমন স্লাব করে দিলে এফডিসি আবার সরগরম হবে। এফডিসির কর্মকর্তাদের দুঃখ-দুর্দশার কথা শুনতে হবে না। এফডিসির কর্মকর্তারা আমাকে প্রায় বলেন বেতন পান না। তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার কল্যাণে এফডিসিতে নতুন নতুন ক্যামেরা, লেন্স এসেছে। যেসব লেন্স, ক্যামেরা বাইরে নেই। এত সুন্দর যন্ত্রপাতি থাকতে কেউ ব্যবহার করতে পারছে না, শুধু তাদের কারণে। আপনি এফডিসি এমডির সঙ্গে নির্মাতা-কলাকুশলীদের নিয়ে বসে একটা রেট নির্ধারণ করে দেন। তাহলে এফডিসি সচল হবে। তখন আমাদের সঙ্গে যারা কাজ করছেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শুনতে হবে না। কাজী হায়াৎ বলেন, আবার চলচ্চিত্র ঘুরে দাঁড়িয়েছে। যারা আমরা এখানে আছি, আমরা সিনেমার মানুষ। অধিকাংশ বেকার ছিল, অধিকাংশ এখনো বেকার। আপনি (তথ্যমন্ত্রী) অনুদান দিয়ে, অনুদানের সংখ্যা বাড়ি, আমাদের শিল্পীদের ব্যস্ত রেখেছেন। আমি মনে করি শিল্পীদের দুর্দিনে আপনি সহযোগিতা করেছেন। তথ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ২০টি ছবি যদি আপনি অনুদান দেন। তার মধ্যে ভাগ করে দেন। ১০টি মূলধারার বাণিজ্যিক সিনেমা, ৫টি নতুন ডিরেক্টর, ৫টি বিকল্প ধারায় ছবি। এভাবে ভাগ করে দিলে সিনেমা মুক্তির সময় কষ্ট হবে না। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচার সচিব মো হুমায়ুন কবীর খোন্দকার, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, সাংস্কৃতিক সচিব শাহিন কবির টুটুল, চলচ্চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আব্দুল লতিফ বাচ্চু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, সদস্য ইউনুস রুবেল, সম্মিলিত চলচ্চিত্র পরিষদের সদস্য সচিব শাহ আলম কিরণ, এডিটরস গিল্ড সভাপতি আবু মুসা দেবু, চিত্রনায়িকা অপু বিশ্বাস, প্রযোজক অপূর্ব রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × 1 =