এবার ‘বাজার গরম’ দিয়ে ভাইরাল আলী হাসান

‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামের গানটির কথা নিশ্চয়ই মনে আছে সবার। গত বছর এই গান দিয়ে ভাইরাল হয়েছিলেন আলী হাসান। করোনা মহামারির পরপর ব্যবসায়িক মন্দার কথা তুলে ধরে গানটি করেছিলেন তিনি। হার্ডওয়্যার ব্যবসা থাকার সময় নিজের অভিজ্ঞতা থেকেই গানটি লিখেছেন আলী। বছর ঘুরতেই আবারও গান নিয়ে ভাইরাল আলী হাসান। এবার তাঁর গানের বিষয় চলতি সময়ের বাজারের হালচাল। গানের নাম রেখেছেন ‘বাজার গরম’। গানের কথায় উঠে এসেছে বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনের হাঁসফাঁস। এবারও আলী হাসান গানটি লিখেছেন জীবনের অভিজ্ঞতা থেকে। জি সিরিজের ব্যানারে গানের ভিডিও বানিয়েছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

মাঝে আলী হাসানের বেশ কয়েকটি গান প্রকাশ পেলেও নতুন এ গানে ফিরেছে ব্যবসার পরিস্থিতি গানের পুরো টিম। সঙ্গে যোগ হয়েছেন আরও দুই গায়ক। প্রথম গানটি গেয়েছিলেন ১১ জন মিলে। এবার গাইলেন ১৩ জন। গানের ভিডিওতে সেই ১৩ জনের সঙ্গে ছিল আলী হাসানের ছেলে তাওহীদ। আলীর ছেলের চরিত্রেই দেখা গেছে চার বছর বয়সী তাওহীদকে।

বাজার গরম গানটি নিয়ে আলী হাসান বলেন, ‘ব্যবসার পরিস্থিতি গানের পর সবাই চাচ্ছিল পুরো টিম মিলে একটা গান করি। আমারও ইচ্ছা ছিল। তবে এতজন শিল্পী মিলে একটি গান গাইতে হলে ভালো কনসেপ্ট লাগে, আইডিয়া লাগে। সাত মাস আগে বাজার পরিস্থিতি নিয়ে গানটির পরিকল্পনা করি। অনেক দিন ধরেই লক্ষ করছিলাম, বাজারে গিয়ে সবার নাজেহাল অবস্থা। প্রয়োজনীয় সব জিনিস কেনার আগেই টাকা শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তরা বেশ বিপাকে আছে। সরকার চেষ্টা করেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে। এসব সিন্ডিকেটের প্রতিবাদ জানাতেই এবারের গানটি করা।’

বৃহস্পতিবার সন্ধ্যায় রিলিজের পর থেকেই বাজার গরম গানটি রীতিমতো ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভালো লাগার কথা প্রকাশ করছেন শ্রোতারা। দর্শকের এই ভালোবাসা নিয়ে আলী হাসান বলেন, ‘সবার এত ভালোবাসায় আমি মুগ্ধ। ব্যবসার পরিস্থিতি গানের সময়ও ভাবতে পারিনি মানুষের এত ভালোবাসা পাব। অনেক দিন পর পুরো টিম মিলে গান করেছি। সবার প্রত্যাশা পূরণ করতে পারব কি না, সেই চিন্তায় একটু নার্ভাস ছিলাম। রিলিজের পর দেখলাম শ্রোতাদের ভালো লেগেছে গানটি। আর ভালো লেগেছে বলেই প্রতিদানে এত ভালোবাসা পাচ্ছি।’

ব্যবসার পরিস্থিতি গানটি জীবন বদলে দিয়েছে আলী হাসানের। এখন তাঁকে লাখ লাখ মানুষ চেনে। গান গেয়ে পরিবার নিয়ে ভালো আছেন। পরিবর্তন নিয়ে আলী হাসান বলেন, ‘গান হিট হওয়ার পর থেকে সবাই আমাকে চিনতে শুরু করে। মানুষের ভালোবাসায় এখন আমি গান গেয়ে উপার্জন করে সংসার চালাই। বাড়ি-গাড়ি করে ফেলি নাই। কিন্তু খেয়েদেয়ে পরিবার নিয়ে ভালো আছি। তবে চলাফেরা আগের মতোই আছে। গান হিট হওয়ার আগে যেভাবে চলেছি, হিট হওয়ার পরেও তেমনি চলছি। এখনো বন্ধুদের সঙ্গে সময় কাটাই, আমাদের এলাকার পীর শাহর গ্যারেজে আড্ডা দিই।’

সামনেই ‘নানা-নাতি’ শিরোনামের নতুন আরেকটি গান প্রকাশ পাবে বলে জানান আলী হাসান। সে গানে উঠে আসবে আগের সময় আর বর্তমান সময়ের পার্থক্যের কথা। দুই প্রজন্মকে এক সুতায় গাঁথার চেষ্টা করেছেন আলী হাসান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

3 × three =