এশিয়া কাপের জন্য দেশ ছাড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

এশিয়া কাপে অংশ নিতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ দুপুর ১২ টা ৪৫ মিনিটে শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেনি সহ-অধিনায়ক লিটন দাস। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। বোর্ডের প্রধান ফিজিও দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘লিটন দাস জ্বরে আক্রান্ত। তবে বিষয়টি নিয়ে শংকিত হবার কোন কারণ নেই। তার প্রতিটি টেস্টের ফলাফল ভালো আসছে। আশা করি দ্রুতই তিনি সেরে উঠবেন এবং শ্রীলংকায় দলের সঙ্গে যোগ দিবেন।’

এদিকে শ্রীলংকায় টুর্নামেন্টে নামার আগে অনুশীলনের জন্য তিনদিন হাতে পাবে টাইগাররা। শ্রীলংকা ও পাকিস্তানের যৌথ আয়োজনে আসন্ন এশিয়া কাপে বি’ গ্রুপের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সাকিব বাহিনী। গ্রুপের অপর দল দুটি হচ্ছে সহ-আয়োজক শ্রীলংকা ও আফগানিস্তান।

আগামী ৩১ আগস্ট পভল্লেকেলেপশ  স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া মিশন শুরু করবে টাইগাররা। ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল।  গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোর খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে টুর্নামেন্টের ফাইনালে।

দেশ ছাড়ার আগে টুর্নামেন্টকে সামনে রেখে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন,‘ এই মুহুর্তে এশিয়া কাপকে ঘিরেই আমাদের সব প্রস্তুতি ও পরিকল্পনা। আরো সহজ ভাবে বলতে গেলে এই মুহুর্তে আমাদের প্রধান লক্ষ্য শ্রীলংকা ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা।’

প্রধান কোচ হাতুরুসিংহেও অধিনায়ক সাকিবের সঙ্গে একমত পোষন করে বলেছেন,‘ সর্বপ্রথম আমাদের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় পর্বে উন্নীত হওয়া। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীংকার মোকাবেলা করতে হবে আমাদের।  হোম কন্ডিশনে তারা বেশ শক্তিশালী। পরে আমরা পাকিস্তানে গিয়ে আফগানিস্তানের মুখোমুখি হবো। তারা এখানে(বাংলাদেশে) খেলেছে এবং সিরিজ জিতেছে।  সুতরাং তাদের বিপক্ষে  খেলাটাও চ্যালেঞ্জের। তবে আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।’

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম,  নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদি, নাসুম আহমেদ, শামিম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাইম শেখ।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + 10 =