এশিয়া কাপ-বিশ্বকাপের জন্য প্রবাসীদের কাছে দোয়া চাইলেন সাকিব

ঢাকা, ২১ আগস্ট ২০২৩ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধণকালে আসন্ন দু’টি গুরুত্বপূর্ণ আসর- এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চাইলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এনআরআই জুয়েলার্স নামের দোকানটির উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবের সাথে আরও ছিলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

প্রতিষ্ঠানটিকে সততার সাথে ব্যবসা করার আহ্বান জানান সাকিব।

নিজের বক্তব্যে সাকিব বলেন, ‘এনআরআই জুয়েলারিকে ধন্যবাদ। তাদের কারণেই আমি এখানে এসেছি। আশা করি সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করবেন যাতে আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

ঐ অনুষ্ঠানে সাকিব থাকায় বিপুল সংখ্যক বাংলাদেশি  সেখানে উপস্থিত হন। সাকিব আরও বলেন, ‘আপনারা জানেন, আমাদের দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে- এশিয়া কাপ ও বিশ্বকাপ। আমরা সেখানে ভাল করতে অঙ্গীকারাবদ্ধ। আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো খেলতে পারি।’

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গেল মাসে দেশ ছেড়েছিলেন সাকিব। সেখানে কিছু ম্যাচ খেলে পরবর্তীতে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দেন তিনি।

দু’টি ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে অংশ নিয়ে স্বর্ণের দোকানের উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাত  যান সাকিব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 − 3 =